National

সুপ্রিম কোর্টে স্বস্তি প্রধানমন্ত্রীর

Published by
News Desk

যা কাগজপত্র হাতে এসেছে তা এতটাও প্রামাণ্য নথি নয় যে তা দিয়ে এফআইআর দায়ের করা যেতে পারে। ফলে তদন্তের নির্দেশের প্রশ্নই উঠছে না। কমন কজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদন খারিজ করে একথা জানাল সুপ্রিম কোর্ট। সাহারা ও বিড়লাদের কাছ থেকে নরেন্দ্র মোদী ঘুষ নেন বলে অভিযোগ করে তার সমর্থনে নথি পেশ করে কমন কজ। কিন্তু সেই নথি এতটাও শক্তিশালী নয় যে তা দিয়ে কোনও রাজনীতিবিদের বিরুদ্ধে এভাবে তদন্তের নির্দেশ দেওয়া যায় বলে এদিন স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। স্বভাবতই এই অবস্থায় এটা প্রধানমন্ত্রীর জন্য অনেকটাই স্বস্তির। কারণ এই একই অভিযোগে প্রধানমন্ত্রীকে বিঁধছিলেন রাহুল গান্ধী। তাঁর সেই অভিযোগেরও পরোক্ষে জবাব দিয়ে দিল শীর্ষ আদালত।

 

Share
Published by
News Desk