Sports

বিসিসিআই থেকে অনুরাগকে সরাল সুপ্রিম কোর্ট

Published by
News Desk

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। লোঢা কমিটির রিপোর্ট অমান্য করার অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুরাগ ঠাকুরের সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে বোর্ড সচিব অজয় শিরকেকেও। দুই সদস্যের একটি কমিটিও গড়ে দিয়েছে শীর্ষ আদালত। ফলি নরিম্যান ও গোপাল সুব্রহ্মণ্যমকে নিয়ে গঠিত এই কমিটি আদালতকে জানাবে ভবিষ্যৎ প্রশাসক কে হবেন। তবে এই পদে কোনও অক্রিকেটীয় ব্যক্তিকে বসানো যাবে না বলে পরিস্কার করে দিয়েছে আদালত। অর্থাৎ কোনও প্রাক্তন ক্রিকেটারের হাতেই এই দায়িত্ব যেতে চলেছে একথা পরিস্কার। কোনও মন্ত্রী বা আমলার বোর্ডের প্রশাসনিক পদে জায়গা হবে না। বোর্ডকে রাজনীতিমুক্ত একটি ক্রীড়া প্রশাসন হিসাবেই সামনে আনতে চলেছে আদালত। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানি। আপাতত বোর্ড চালাবেন বোর্ডর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সচিব এবং অন্যান্য বোর্ড সদস্যরা। অনুরাগ ঠাকুরের অপসারণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন বিচারপতি আর এম লোঢা জানিয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তা মেনে চলা সকলের আবশ্যিক কর্তব্য। সেই নির্দেশ অমান্য করা অন্যায়। এদিকে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মোহিন্দর অমরনাথ।

 

Share
Published by
News Desk