Entertainment

সুশান্তের মৃত্যুতে সিবিআই চেয়ে জনস্বার্থ মামলা নাকচ করল সুপ্রিম কোর্ট

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া নিয়ে জনস্বার্থ মামলা এদিন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট।

Published by
News Desk

নয়াদিল্লি : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জল ঘোলা থেমে নেই। তাঁর মৃত্যুর কারণ খুঁজতে মুম্বই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এরমধ্যেই বিভিন্ন মহল থেকে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছে। অলকা প্রিয়া নামে এক মহিলা সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার অলকা প্রিয়ার আইনজীবী সুপ্রিম কোর্টে জানান সুশান্ত ভাল মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁর মক্কেল। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ সাফ জানিয়ে দেয় তারা এই আবেদন নাকচ করছে। কোনও মানুষ ভাল না খারাপ সেটা আইনের বিষয় নয়।

সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়ে জানায়, যদি তাঁদের কাছে সিবিআই তদন্তের দাবিতে কোনও ঠিকঠাক তথ্য থাকে তবে তা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে এবার সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং তৎপর হয়েছেন। ছেলের মৃত্যুর জন্য ইতিমধ্যেই ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts