National

পুরীর রথযাত্রা হচ্ছে, শর্তসাপেক্ষে অনুমতি দিল সুপ্রিম কোর্ট

গত ১৮ জুন সুপ্রিম কোর্ট জানিয়েছিল এবার রথযাত্রা হচ্ছেনা। সেই নির্দেশ থেকে সরে শর্তসাপেক্ষে পুরীতে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

Published by
News Desk

নয়াদিল্লি : মঙ্গলবার পুরীতে রথযাত্রা হচ্ছে। গত ১৮ জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল পুরীর রথযাত্রা করোনা পরিস্থিতিতে স্থগিত রাখা হোক। এবার রথযাত্রা করলে প্রভু জগন্নাথও ক্ষমা করবেন না। সেই নির্দেশকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্র, ওড়িশা সরকার এমনকি বিশ্ব হিন্দু পরিষদ সু্প্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে পুরীতে রথযাত্রা হতে পারে। তবে তা করতে হবে শর্তসাপেক্ষে। কোনও ভক্ত সমাগম হবেনা। কেন্দ্র ও ওড়িশা সরকারকেই দায়িত্ব নিতে হবে যাতে সব নির্দেশ ঠিকঠাক ভাবে পালিত হয়।

সুপ্রিম কোর্টে বলতে গিয়ে এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এ বছর যদি মন্দির থেকে প্রভু জগন্নাথ বাইরে না আসেন তবে প্রচলিত প্রথা মেনে আগামী ১২ বছর প্রভু জগন্নাথ মন্দির থেকে বার হবেন না। এদিন সুপ্রিম কোর্ট পুরীতে রথযাত্রার নির্দেশ দেওয়ার পরই প্রবল তৎপরতায় ওড়িশা সরকারের তরফে পুরীর রথযাত্রা সুষ্ঠুভাবে পালনের বন্দোবস্ত করা হয়।

পুরীর রথযাত্রায় এবার কোনও ভক্ত সমাগম হবেনা। কেবলমাত্র মন্দির কমিটির সদস্য, সেবায়েতরা যোগ দিতে পারবেন। কড়া নজরদারিতে হবে রথযাত্রা। সামাজিক দূরত্ব পালন করতে হবে। যাবতীয় করোনাবিধি মেনেই রথযাত্রা হবে। এদিকে রথযাত্রা হবে এটা শোনার পর ভক্তরা অনেকটা স্বস্তি পেয়েছেন। রথযাত্রায় অংশ নিতে না পারলেও পরম্পরা অক্ষুণ্ণ রইল, এতেই খুশি তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts