National

সিএএ-তে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Published by
News Desk

সিএএ-র বিরোধিতায় গোটা দেশেই প্রতিবাদ, মিছিল, মিটিং, অবস্থান চলছে। এরমধ্যে সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে ১৪৪টি আবেদন জমা পড়েছে। এই সব আবেদনকে এক করে এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে-র নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় সিএএ-র ওপর কোনও স্থগিতাদেশ তারা দিতে পারবেনা। ২ কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি এদিন আবেদনকারীদের তরফে সওয়াল করতে উঠে শীর্ষ আদালতের কাছে সিএএ-র ওপর স্থগিতাদেশ জারির আর্জি জানান। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয় যতক্ষণ না তারা সরকার পক্ষের বক্তব্য শুনছে ততক্ষণ তারা কোনও স্থগিতাদেশ জারি করতে পারবেনা।

স্থগিতাদেশ জারি না হলেও সিএএ নিয়ে যে কটি আবেদন জমা পড়েছে তার উত্তর কেন্দ্রের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট। সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সওয়াল করতে উঠে বলেন এই উত্তর দেওয়ার জন্য তাঁদের ৬ সপ্তাহ সময় লাগবে। প্রতিবাদ করেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি। সময় কমানোর আবেদন করেন তাঁরা। অবশেষে আদালত কেন্দ্রকে উত্তর দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় ধার্য করে। তারপর পঞ্চম সপ্তাহে হবে ফের এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্ট এদিন আরও কিছু বিষয় পরিস্কার করেছে। এক সিএএ বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আর নতুন করে কোনও আবেদন করা যাবেনা। তাছাড়া বিভিন্ন হাইকোর্টকেও শীর্ষ আদালত জানিয়েছে যে যতক্ষণ না কেন্দ্রের হলফনামা আসছে ততক্ষণ পর্যন্ত সিএএ বিরোধী কোনও আবেদনের শুনানি হাইকোর্টেও হবেনা। এদিন সরাসরি না বললেও যে ইঙ্গিত প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ দিয়েছে তাতে পরের শুনানিতে এই মামলাকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠানো হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk