SciTech

আপাতত গ্রহণে লালচে, একটু পরেই আরও উজ্জ্বল আরও বড় দেখাবে চাঁদকে

Published by
News Desk

কলকাতার আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য প্রত্যক্ষ করছেন আমজনতা। পূর্ণিমার পূর্ণচন্দ্র ঢাকা পড়েছে পৃথিবীর ছায়ায়। চাঁদের ওপর কালো চাকতি স্পষ্ট। পৃথিবীর ছায়া পড়ে কেমন লালচে দেখাচ্ছে চাঁদকে। খোলা চোখেই আকাশের দিকে চাইলে সেই দৃশ্য দেখা যাচ্ছে। আস্তে আস্তে এই গ্রহণ কাটবে। পৃথিবীর ছায়া থেকে মুক্ত হবে চাঁদ। সন্ধে ৭টা ৩৭-এ কেটে যাবে গ্রহণ। কিন্তু তারপর!

তারপর যে চাঁদকে দেখা যাবে তা সাধারণ দিনের চেয়ে ১৪ শতাংশ বড়। পৃথিবীর দিকে ৩৫৯ কিলোমিটার এগিয়ে এসেছে চাঁদ। তাই এই চাঁদ আরও বড় আরও উজ্জ্বল। উজ্জ্বলতায় তা কার্যত ঝলমল করবে। ৩০ শতাংশ বেশি উজ্জ্বল লাগবে চাঁদকে। এখন যাঁরা আকাশের দিকে চেয়ে গ্রহণের ছাওয়ায় চাঁদকে আবছা লালচে দেখতে পাচ্ছেন। তাঁরাই মিনিট ৪০ পরের চাঁদকে দেখে অবাক বনে যাবেন। একসঙ্গে সুপারমুন, ব্লু মুন ও ব্লাড মুনের এই বিরল দৃশ্য মহাজাগতিক বিস্ময়ের মতই ধরা দিচ্ছে বুধবারের সন্ধেয়।

Share
Published by
News Desk
Tags: Supermoon

Recent Posts