আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই আকাশে দেখা যাবে অতি উজ্জ্বল নেকড়ে চাঁদ
নেকড়ে চাঁদ দেখার অপেক্ষায় বিশ্ববাসী। বছরের শুরুতেই বিরল এই চাঁদের দেখা মিলবে। শর্ত একটাই, আকাশে মেঘ থাকলে হবেনা।
চাঁদ তো দেখাই যায়। তবে ২০২৬ সালের শুরুতেই এক বিরল চাঁদের দর্শন পেতে চলেছেন বিশ্ববাসী। যা দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন অনেকে। ক্যালেন্ডার বলছে জানুয়ারির ৩ তারিখ পূর্ণিমা। ওইদিন এক অতি উজ্জ্বল চাঁদের দেখা মিলতে চলেছে।
সাধারণ পূর্ণিমায় যে চাঁদ দেখতে পাওয়া যায় তার চেয়ে এই চাঁদ একেবারে আলাদা। সাধারণভাবে পূর্ণিমায় যে চাঁদ দেখা যায় তার চেয়ে এদিন চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। আর তা সবচেয়ে ভাল বোঝা যাবে যখন চাঁদ উঠবে এবং চাঁদ অস্ত যাবে সেই সময়।
তারমানে সন্ধের পর এবং ভোরের আগে যখন চাঁদ দিগন্তের কাছে পৌঁছবে তখন তার এই অতি উজ্জ্বল ও অনেকটা বড় রূপ সবচেয়ে বেশি করে উপভোগ করা সম্ভব। একে বলে সুপারমুন।
চাঁদ এখন পৃথিবীর কাছে অবস্থান করছে। তাই এই বিরল দৃশ্য দেখা যাবে। যা জানুয়ারিতেই শেষ। ফেব্রুয়ারিতে যে পূর্ণিমা পাওয়া যাবে সেখানে এমন অতি উজ্জ্বল চাঁদ আর ধরা দেবেনা।
শীতের রাতে নেকড়ের ডাক আর দিগন্ত কাছে থাকা বিশাল চাঁদ, যাকে সামনে রেখে অনেক লোককাহিনি মুখে মুখে ঘোরে উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে। শীতের রাতে নেকড়ের ডাককে সামনে রেখেই এই চাঁদকে বলা হয় নেকড়ে চাঁদ।
শিল্পীর কল্পনায় অনেকসময় একটা চাঁদের ছবি দেখা যায় যার মাঝে একটি নেকড়ের অবয়ব কালো রংয়ে ধরা পড়ে। সেটাই এই নেকড়ে চাঁদকে আরও কল্পনা বহুল করে তোলে।













