রাতের আকাশে শীতল চাঁদে চিকমিক করবে চারধার, হাতের মুঠোয় বিরল জোড়া সুযোগ
রাতের আকাশে নজর রাখলে অতি বিরল দৃশ্য দেখার সুযোগ পাবে মানুষ। শীতল চাঁদের চারধার চিকমিক করে উঠবে। কখন কীভাবে দেখবেন এই দৃশ্য।
পূর্ণিমা প্রতিমাসেই আসছে। চাঁদ উজ্জ্বল হয়ে গোলাকৃতিতে দেখা দেয়। চেনা এই দৃশ্যই দেখা যাবে ৪ ডিসেম্বর রাতে। তবে এই পূর্ণিমার চাঁদ কোনও সাধারণ পূর্ণিমা হবেনা। এর পিছনে কারণ হিসাবে রয়েছে ২টি বিরল সুযোগ।
এই জোড়া সুযোগই মানুষের জন্য এই পূর্ণিমার চাঁদকে একেবারে বিরল করে তুলেছে। ডিসেম্বরে যে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় শীতল চাঁদ বা ঠান্ডা চাঁদ। ইংরাজিতে কোল্ড মুন।
কোল্ড মুন বলে ডাকার কারণ হল এই চাঁদের হাত ধরেই শীতকে স্বাগত জানানো হয়। তাই এটা কোল্ড মুন বা শীতল চাঁদ। তাই ৪ ডিসেম্বরের পূর্ণিমার চাঁদ হল শীতল চাঁদ।
এবার আসা যাক ২টি বিরল সুযোগে। এই ২টি সুযোগের মধ্যে একটি হল এবার এই চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করবে। ফলে শীতল চাঁদের পূর্ণিমা এবার অনেক বেশি আলোকোজ্জ্বল হতে চলেছে।
পৃথিবীর কাছে থাকায় চাঁদকে অনেক বেশি বড় ও উজ্জ্বল দেখাবে। এটা যেমন বিরল সুযোগ তেমনই এবার শীতল চাঁদের চারধার ঝিকমিক করবে হাজার তারার আলোয়।
অনেকটাই নবীন নীল উত্তপ্ত নক্ষত্র সমাবেশে তৈরি প্লাইউদিজ নক্ষত্রপুঞ্জ সাধারণত শীতের সময় খুব হালকা ভাবে দেখা যায় আকাশে। তবে এবার তা অনেকটাই উজ্জ্বল দেখাবে। কারণ তার সামনে থাকবে এদিনের পূর্ণিমার সুপারমুন।
ফলে পিছনে থাকা ওই নক্ষত্রপুঞ্জ চাঁদের চারধারে গোল করে দেখা যাবে। যা চাঁদের চারধারে একটা ঝিকিমিকি তৈরি করবে। যা এক বিরল দৃশ্য হবে। ৪ ডিসেম্বর রাতে এই দৃশ্য দেখা যাবে। পরদিনও এই দৃশ্য দেখা যেতে পারে যদি আকাশ পরিস্কার থাকে।













