এ চাঁদ প্রতিদিন দেখা চাঁদ নয়, সামনের পূর্ণিমায় অন্য চাঁদ দেখা দেবে আকাশে
আকাশে চাঁদ দেখে সকলেই অভ্যস্ত। কিন্তু আসন্ন পূর্ণিমায় এক অন্য চাঁদ সকলের জন্য অপেক্ষা করছে। যা দেখার জন্য অধীর আগ্রহে সারা বিশ্ব।

আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদ, আধখানা চাঁদ, সবই দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। তাই তার মধ্যে কোনও আলাদা বিশেষত্ব নেই। কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যে চাঁদ আকাশ আলো করে দেখা দেবে তা অন্য পূর্ণিমার চাঁদ নয়। অনেকটাই আলাদা।
এই চাঁদ আরও অনেক বেশি উজ্জ্বল হবে। অনেক বড় হবে। যা খালি চোখেই নজর কাড়বে। চারধার অন্ধকার থাকলে মনে হবে চাঁদের আলো যেন চারধার ধুয়ে দিচ্ছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, আসন্ন পূর্ণিমায় যে চাঁদ আকাশে দেখা যেতে চলেছে তা ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। সাধারণত চাঁদের আলো বা জ্যোৎস্না যেমন দেখে সকলে অভ্যস্ত তার চেয়ে চাঁদের আলো অনেক বেশি হবে ওইদিন।
৩০ শতাংশ বেশি উজ্জ্বল মানে যে কতটা আলো বেশি হবে তা অনুমেয়। শুধু তাই নয়, অন্য যেকোনও পূর্ণিমায় চাঁদকে যেমন দেখায় তার চেয়ে ১৪ শতাংশ বড় লাগবে এদিনের চাঁদকে।
ফলে চাঁদকে আরও বড় গোলাকার অতি আলোকিত এক বিস্ময় রূপে দেখার সুযোগ পেতে চলেছেন বিশ্বের সব প্রান্তের মানুষ। যা দেখার জন্য খালি চোখই যথেষ্ট। যে কারণে এদিনের চাঁদকে বলা হয় সুপারমুন।
কেন এত উজ্জ্বল? এর উত্তরের জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন পড়েনা কারও। ওই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে। তাই এতটা উজ্জ্বল, এতটা বড় লাগবে তাকে।