SciTech

কাছে চলে আসবে লাল শিকারি চাঁদ, কবে কখন মহাকাশে দেখা যাবে এই বিরল দৃশ্য

এ এক বিরল দৃশ্য। যা দেখার জন্য কোমর বেঁধে তৈরি ভারতবাসী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা। অন্যরূপে ধরা দেবে চাঁদ।

Published by
News Desk

পূর্ণিমার চাঁদ দেখে সকলেই অভ্যস্ত। আকাশে চাঁদকে কেমন লাগে তা সকলের জানা। কিন্তু সেই চাঁদ যদি পৃথিবীর কাছে চলে আসে তাহলে তাকে তো অন্যরকম লাগবেই। সেটাই আসতে চলেছে।

পৃথিবী থেকে চাঁদ থাকবে মাত্র ৩ লক্ষ ৫৪ হাজার ১৪৪ কিলোমিটার দূরে। যেখানে চাঁদ থাকে সাধারণভাবে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে।

এতটা কাছে এসে পড়লে যে চাঁদকে অনেকটাই বড় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। পৃথিবী থেকে অনেক বড় লাগবে চাঁদকে।

এই চাঁদ আবার লাল দেখাবে সেদিন। ফলে তাকে ব্লাড মুনও বলা হচ্ছে। চাঁদ যখন পৃথিবীর কাছে আসে তখন তাকে সুপারমুন বলা হয়।

চলতি বছরে সবচেয়ে কাছে এবারই আসতে চলেছে চাঁদ। যে মহাজাগতিক ঘটনা দেখা যাবে আগামী ১৭ অক্টোবর। কোজাগরী পূর্ণিমায় এবার বিশ্ব দেখবে অনেক বড় চাঁদ।

ভারত থেকে চাঁদকে সবচেয়ে উজ্জ্বল লাগবে বিকেল ৪টে ৫৬ মিনিটে। তবে সন্ধের পরও উজ্জ্বলতা কিছুই কমবেনা। ফলে আকাশ পরিস্কার থাকলে নিশ্চিন্তে দেশের যে কোনও প্রান্ত থেকে এই বিরল মহাজাগতিক বিস্ময় দেখতে পাওয়া যাবে।

তাই এখন কেবল সময়ের অপেক্ষা। এ চাঁদকে নানা নামে ডাকা হয় পৃথিবী জুড়ে। যেমন এর একটি নাম হান্টার মুন, আবার একে ডাইং গ্রাস মুনও বলা হয়।

আবার এর নাম ট্রাভেল মুনও। চলতি বছরে এবারই পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে চাঁদ। তাই এই বিরল দৃশ্য প্রত্যক্ষ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই।

Share
Published by
News Desk

Recent Posts