SciTech

আকাশে দেখা যেতে চলেছে সবুজ ভুট্টা চাঁদ, কবে জেনে নিন

আকাশের বুকে প্রায়ই নানা মহাজাগতিক ঘটনা ঘটে চলে। তার কিছু পৃথিবী থেকে দেখাও যায়। চাঁদের ক্ষেত্রে তো অবশ্যই তা দেখা যায়। এবার দেখা যাবে সবুজ ভুট্টা চাঁদ।

Published by
News Desk

সুপারমুন সম্বন্ধে অনেকেরই স্পষ্ট ধারনা রয়েছে। যখন চাঁদ পৃথিবীর খুব কাছে আসে তখন তা অনেক বড় এবং অনেক বেশি উজ্জ্বল দেখায়। যাকে সুপারমুন বলা হয়। রাখি পূর্ণিমায় যে চাঁদ দেখা যেতে চলেছে তাকে সুপারমুন বলা হচ্ছে।

কারণ পৃথিবী ও চাঁদ যখন খুব কাছে আসে, তার ৯০ শতাংশ কাছেই চলে আসবে চাঁদ। অগাস্ট মাসে পূর্ণিমার চাঁদকে স্টারজিওন মুন বলে থাকেন উত্তর পূর্ব আমেরিকার মানুষজন। ভারতে এটাই আবার রাখি পূর্ণিমা।

অগাস্ট মাসের পূর্ণিমার চাঁদকে আরও কয়েকটি নামে ডাকা হয়। যার একটি হল সবুজ ভুট্টা চাঁদ বা গ্রিন কর্ন মুন। তবে এখানেই শেষ নয়, এই চাঁদ আরও নানা নামে পরিচিত। নানা প্রান্তে এমন নানা নামে পরিচিত হয় চাঁদ।

যেমন অগাস্টের চাঁদকে বিশ্বের কোনও কোনও অংশে শস্য চাঁদও বলা হয়ে থাকে। চাঁদের এমন নানা নাম। নানা পরিচিত। চাঁদ নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের ভাবনাও বিভিন্ন।

এখনও অনেক আদিবাসী সম্প্রদায় চাঁদকে ঈশ্বরের নজরেই দেখে থাকে। আগামী সোমবার যে চাঁদ আকাশে দেখা যেতে চলেছে তারও তাই নানা পরিচিতি। নানা নাম।

এখন চাঁদের মাটিতে রোবট ঘুরছে। তথ্য সংগ্রহ করছে। নভশ্চরেরা সেখানে পরীক্ষার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। সেখানে চাঁদ কিন্তু আজও পৃথিবীর নানা প্রান্তে তার রোমান্টিকতা ধরে রেখেছে।

Share
Published by
News Desk
Tags: Supermoon

Recent Posts