National

বর্ষবরণের রাত কাটাতে হবে সানিকে ছাড়াই, ঘোষণা কর্ণাটক সরকারের

Published by
News Desk

কর্ণাটকের সানি লিওন অনুরাগীদের জন্য দুঃসংবাদ। কর্ণাটকের মাটিতে ২০১৮-কে উষ্ণ অভ্যর্থনা জানানোর কথা ছিল প্রাক্তন পর্নস্টার তথা বলিউড অভিনেত্রী সানি লিওনের। কিন্তু সানির উপস্থিতি কর্ণাটকের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। তাই বর্ষবরণের অনুষ্ঠান করতে হবে ‘বেবি ডল’ সানিকে ছাড়াই।

বেঙ্গালুরুর গার্ডেন সিটিতে আগামী ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতের উষ্ণতা বাড়াতে সানি লিওনের উপস্থিত থাকার কথা জানান অনুষ্ঠানের আয়োজকরা। এরপরেই সানি বিরোধিতায় ক্ষোভে ফেটে পড়ে কর্ণাটক রক্ষণা বৈদিক যুবসেনা সহ বেশ কয়েকটি সংগঠন। কর্ণাটকের কোনও মঞ্চে সানি অনুষ্ঠান করলে গণহত্যার হুমকি দেয় তারা। তার জেরেই গোটা কর্ণাটকে সানির অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করল সিদ্দারামাইয়া সরকার।

সানির বদলে বর্ষবরণের অনুষ্ঠানে কন্নড় সাহিত্য ও সংস্কৃতির উপর অনুষ্ঠান করার পরামর্শ দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। ভরতনাট্টমও চলতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

Share
Published by
News Desk