Entertainment

রূপ বদলের ভেল্কিতে সানি ‘পারফেক্ট ম্যান’

Published by
News Desk

আগামী ২৪ নভেম্বর রিলিজ হতে চলেছে রাজীব ওয়ালিয়ার ছবি ‘তেরা ইন্তেজার’। এই রোম্যান্টিক সিনেমায় ‘বেবি ডল’ সানি লিওন অভিনয় করবেন একদম অন্য রূপে। যাঁরা সানি লিওনের ফ্যান তাঁরা সানির এমন রূপ দেখলে অবাক হয়ে যাবেন। তেরা ইন্তেজার সিনেমাটির একটি গানের দৃশ্যে সানির সেই ভিন্ন রূপ দেখতে পাওয়া যাবে।

গানের দৃশ্যে দাড়ি গোঁফ লাগিয়ে, চুল ছোট করে কেটে একদম ‘পারফেক্ট ম্যান’ লুকে হাজির সানি। ছেলে সেজে সানি নিজেও খুব আপ্লুত। তাঁর নিজের এই রূপান্তরের ছবি ও ভিডিও ট্যুইটার আক্যাউন্টে পোস্ট করে প্রাক্তন এই পর্নস্টার জানান, ছেলে সাজাটা মোটেই সহজ নয়। কিন্তু এই রকম ছেলের সাজ তাঁকে তাঁর বাবা, ভাইকে মনে করিয়ে দিয়েছে। নিজের এই সাজের জন্য সানি সম্পূর্ণ ক্রেডিট দিয়েছেন মেকআপ আর্টিস্টদের।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts