National

সানি লিওনকে দেখতে বন্ধ রাস্তা, মোবাইল স্টোর মালিকের বিরুদ্ধে মামলা

Published by
News Desk

বলিউড তারকা তথা প্রাক্তন পর্নস্টার সানি লিওন ‌তাঁর জনপ্রিয়তা দেখে ভাষা হারিয়েছেন। আপ্লুত হয়ে ইন্সটাগ্রামে ভিডিও পোস্টও করেছেন। কিভাবে তাঁর গাড়ি জনসমুদ্রে হারিয়ে গেছিল সেই ছবিও পোস্ট করেছেন তিনি। কোচির মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভক্তদের এই ভালবাসাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই তাঁর কাছে।

সানি লিওনকে এক ঝলক দেখার জন্য কোচির মানুষের এই উৎসাহ সানির জন্য পৌষমাস হলেও তাঁকে ‌যাঁরা মোবাইল স্টোর উদ্বোধনে নিয়ে গিয়ে চমক দিয়েছিলেন তাঁদের জন্য ব্যাপারটা সর্বনাশের কারণ হয়েছে। হাজার হাজার মানুষের ভিড়ে অবরুদ্ধ কোচির এম জি রোডে গত বৃহস্পতিবার সানি লিওন-এর ঝলক পেতে বন্ধ হয়ে গিয়েছিল গাড়ি চলাচল। পুলিশের পক্ষে কার্যত ভিড় সামাল দেওয়া সম্ভব হয়নি। এই ঘটনায় কয়েক ঘণ্টা রাস্তা অবরুদ্ধ রাখার অভিযোগে মোবাইল স্টোরের মালিক সহ ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Share
Published by
News Desk