Entertainment

মোবাইলে ব্যক্তিগত বার্তা গোপন রাখতে সানির টিপস

মোবাইলে অনেক সময়ই ব্যক্তিগত কথোপকথন হয়। সেসব কথোপকথন যাতে তৃতীয় কেউ কোনওভাবেই দেখতে না পান তা নিশ্চিত করতে তিনি কী করেন জানালেন সানি লিওন।

Published by
News Desk

মোবাইলে অনেক সময় অনেক ব্যক্তিগত বার্তা আসে। অনেক সময় ফোন না করে চ্যাট করেও সোশ্যাল সাইটে ২ জন নিজেদের মধ্যে অনেক ব্যক্তিগত কথা ভাগ করে নেন। নিজেদের মধ্যে চ্যাটের মাধ্যমে কথা চালান। যা অন্য কারও নজরে পড়ুক কেউই চান না।

কিন্তু না চাইলেও অনেক সময় কেউ হয়তো পিছনে এসে পড়লেন। তাঁর নজরে পড়ে গেল কী লেখা হচ্ছে বা কি লেখা রয়েছে। তাতে গোপনীয়তা লঙ্ঘন হয়।

প্রাক্তন নীল তারকা তথা বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিয়নও চান না তাঁর ব্যক্তিগত কথা কেউ পড়ে ফেলুন। আর তা নিশ্চিত করতে তিনি কী করেন তা সানি শেয়ার করলেন সোশ্যাল সাইটে।

সানি একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে কালো টিশার্ট ও সাদা প্যান্ট। চোখে রোদ চশমা। মাথার চুল বান করা। হাতে রয়েছে মোবাইল। আর তাতেই মগ্ন তিনি।

এসব তো ঠিক আছে। ছবির একটি বিষয় দেখে সকলে একটু অবাক। বিষয়টি হল একটি গাছের কিছুটা ওপরে বসে সানি তাঁর মোবাইল দেখছেন!

সানির দাবি এভাবে গাছের কিছুটা ওপরে উঠে মোবাইলে ব্যক্তিগত কথাবার্তা বলাই ভাল। তাতে কাঁধের পিছন থেকেও কেউ তাঁর ব্যক্তিগত কথা দেখতে পাবেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts