Entertainment

সানির খোলা পিঠ ঢাকতে হিমসিম ৪ জন

অনেক পোশাকেই চেন থাকে। সেই চেন টেনে তুলতে হয়। কিন্তু সানি লিওনের পোশাকের সেই চেন টেনে তুলতে কার্যত হিমসিম খেলেন ৪ জন।

Published by
News Desk

প্রাক্তন নীল নায়িকা তথা বর্তমানে বলিউড তারকা সানি লিওনে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁর জামার খোলা চেন আটকাতে হিমসিম খেলেন ৪ জন। যারমধ্যে ছিলেন ৩ জন পুরুষ ও ১ মহিলা।

হলুদ গাউনের পিঠে রয়েছে চেন। পোশাক পরার পর এবার ছিল চেন টানার পালা। আর সেই চেন টানতে গিয়েই তৈরি হল সমস্যা।

সানির খোলা পিঠ ঢাকতে পোশাকের চেন টানতে গিয়েই কার্যত হিমসিম খেলেন ৪ জন। পিঠের ওপর ৪ জন চেন টানার লড়াই চালাচ্ছেন যখন তখন সানিকে দেখা গেছে পোশাক সামলে, নিজের টাল সামলে দাঁড়ানোর চেষ্টা চালাতে।

কয়েকবার পোশাকটা টেনে ধরে নিজেও সাহায্য করার চেষ্টা করেছেন সানি। যাতে তাঁর পিঠের ওপর চলা এই লড়াই দ্রুত শেষ হয়।

সেই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। এমটিভি-র স্প্লিৎজভিলা নামে জনপ্রিয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই এই বিপত্তি।

ড্রেসিং রুমে সানির হলুদ গাউনের চেন টানতে চলল যুদ্ধ। চেনের খোঁচায় আহতও হলেন একজন। অবশেষে অবশ্য চেন টানা যায়। পিঠের ওপর অত্যাচার থেকে হাঁফ ছেড়ে বাঁচেন সানি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts