Entertainment

রাজ্যের ৩টি কলেজে পড়ার সুযোগ পেলেন সানি লিওন, ১টিতে মিয়া খলিফা

রাজ্যের ৩টি কলেজে নাম উঠল সানি লিওন-এর। ১টিতে সানির সঙ্গে নাম উঠল মিয়া খলিফারও।

Published by
News Desk

মুম্বই : প্রথমে নামটা ওঠে আশুতোষ কলেজে। সেখানে মেরিট লিস্টের প্রথম নামই ছিল সানি লিওন। তালিকা দেখতে গিয়ে চোখ কপালে উঠেছিল অনেকের। তাঁর প্রাপ্য নম্বর ছিল উচ্চমাধ্যমিকে ৪০০। এই নিয়ে প্রবল হাসিঠাট্টা শুরু হয়ে যায়। অস্বস্তিতে পড়ে কলেজ কর্তৃপক্ষ। পরে সে বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের হয়।

এদিকে তাঁর নাম ওঠার খবর ছড়ানোর পর স্বয়ং সানি লিওন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সামনের সেমিস্টারে সকলের সঙ্গে তাহলে ক্লাসেই দেখা হচ্ছে। আশা করি সকলে তাঁর সঙ্গে এক ক্লাসেই থাকবেন।

আশুতোষ কলেজে নাম ওঠার ঘটনা নিয়ে কানাঘুষোর মধ্যেই ফের চমক। এবার নাম ওঠে দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে। তারপরই আবার নাম ওঠে সানি লিওনের। এবার নাম ওঠে বারাসত গভর্নমেন্ট কলেজে। বারাসত গভর্নমেন্ট কলেজে তো আবার সানি লিওনের সঙ্গে আরও এক পর্নস্টারও সুযোগ পেয়েছেন বলে তালিকায় নাম দেখা যায়। প্রাক্তন নীল ছবির নায়িকা মিয়া খলিফার নামও ওঠে তালিকায়। যা নিয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষক মহলে সমালোচনার ঝড় ওঠে।

বজবজ কলেজে আবার ইংরাজি ও বাংলা, ২টি বিষয়েই অনার্স করার সুযোগ পেয়েছেন বলে নাম ওঠে সানির। তালিকায় ইংরাজি অনার্সে নাম ছিল ১৫১ নম্বরে। বাংলা অনার্সে ১৮৩ নম্বরে। যে তালিকার ছবি হুহু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

রাজ্যের ৩টি কলেজে কীভাবে সানি লিওন-এর নাম উঠল? প্রত্যেক ক্ষেত্রে কেন সানিরই নাম উঠছে? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি তদন্ত করে দেখাও হচ্ছে। রাজ্যে এখন কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইনেই হচ্ছে। আর সেখানেই হয়তো কারচুপি হয়েছে বলে মনে করা হচ্ছে। আশুতোষ কলেজের তরফে সাইবার সেলে অভিযোগও দায়ের করা হয়েছে।

সানি লিওনের নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের মেরিট লিস্টে প্রকাশ পাচ্ছে এটা সারা দেশেই এখন মজার খবরে পরিণত হয়েছে। যা রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করছে বলেই মনে করছেন অনেকে। ছাত্র সংসদগুলিও এর তদন্ত চাইছে। কে বা কারা দোষী তা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছেও আবেদন জানাচ্ছে তারা। স্বাভাবিকভাবে কলেজও অস্বস্তিতে পড়েছে। তারাও জানতে চায় এর পিছনে কে বা কারা রয়েছে। কারা এর পিছনে রয়েছে তা আপাতত পরিস্কার হওয়ার অপেক্ষায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts