Entertainment

চোখ আটকে দিল সানি লিওনের প্রিটি ওম্যান লুক

Published by
News Desk

সানি লিওন যা পোস্ট করেন তা হুহু করে ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। এবার তিনি শেয়ার করলেন একটি সাদা কালো ছবি। পলকা ডট-এর পোশাকে। লো অ্যাঙ্গেল থেকে তোলা ছবি। ফটোগ্রাফার আর কেউ নন, সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। একটি পিয়ানোর পাশে বসে সানি। শরীরী বিভঙ্গ চোখ আটকে দেয়। তারসঙ্গে পোশাকেও পুরনো ঢঙকে সামনে রেখে নতুনের ছোঁয়া।

ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে সানি লিখেছেন, এটা তাঁর প্রিটি ওম্যান মুহুর্ত। খুব স্বাভাবিকভাবেই উপচে পড়েছে কমেন্ট। যার অধিকাংশ প্রশংসায় ভরা। কেউ লিখেছেন তাঁকে হট লাগছে। কেউ ইমোজি দিয়ে নিজের মন্তব্য বোঝানোর চেষ্টা করেছেন। ছবিতে সানি যে একটু অন্য লুকেই সকলের সামনে এলেন তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না।

প্রাক্তন নীল ছবির নায়িকা সানি লিওন এখন মূল ধারার ভারতীয় সিনেমার ব্যস্ত অভিনেত্রী। বলিউডের পাশাপাশি তিনি এখন ব্যস্ত দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করতে। তাঁর মালয়ালম সিনেমা ‘রঙ্গিলা’ এবং তামিল সিনেমা ‘ভীরামাদেবী’ মুক্তির অপেক্ষায়। এছাড়া তিনি তরুণ প্রজন্মের রিয়্যালিটি শো ‘স্প্লিৎজভিলা ১২’-তে বিচারকের ভূমিকায় রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts