Entertainment

প্রাণ উজাড় করে নতুন জিনিস শিখছেন সানি লিওন

Published by
News Desk

মন প্রাণ ঢেলে এখন উত্তরপ্রদেশের সাধারণ মানুষের মুখে মুখে ঘোরা কথ্য ভাষা রপ্ত করার চেষ্টা করছেন অভিনেত্রী সানি লিওন। তাঁর কাছে পুরো ভাষাটাই নতুন। তাই শেখাটা শক্ত। কিন্তু নীল ছবির প্রাক্তন নায়িকা জানিয়েছেন তিনি এই শিক্ষার ব্যাপারটা উপভোগ করছেন। যে কোনও নতুন কিছু শেখার মধ্যে একটা আনন্দ আছে। আর তা তিনি উপভোগ করতে চান।

হঠাৎ কেন বলিউড অভিনেত্রীর উত্তর প্রদেশের কথ্য ভাষা শেখার প্রয়োজন পড়ল? সামনের মাসে শুরু হচ্ছে একটি ভৌতিক ব্যঙ্গ সিনেমা ‘কোকাকোলা’। সেই সিনেমায় অন্যতম চরিত্রে অভিনয় করছেন সানি। যেখানে তাঁর চরিত্রে তাঁকে উত্তর প্রদেশের কথ্য ভাষায় কথা বলতে হবে। শ্যুটিং শুরুর আগেই তাই ভাষার বাচনভঙ্গি, উচ্চারণ সবকিছু রপ্ত করে নিতে চাইছেন সানি।

বলিউড ছাড়াও সানি পা দিয়েছেন দক্ষিণী সিনেমায়। সেখানেও অভিনয় করে বেজায় খুশি তিনি। ভীরামাদেবী বা রঙ্গিলা-র মত দক্ষিণী সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন সানি লিওন। এভাবে আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় যে তিনি আগামী দিনে বাড়াতে চাইছেন তা এই কোকাকোলা-র জন্য তোড়জোড় থেকেই পরিস্কার। এখন উত্তর প্রদেশের কথ্য ভাষা সানি লিওন কেমন রপ্ত করতে পারলেন শেষ পর্যন্ত তা বোঝা যাবে কোকাকোলা রিলিজ হওয়ার পরই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts