Entertainment

আগেও তিনি খুশি ছিলেন, এখনও খুশি, কেন এমন বললেন সানি লিওন

Published by
News Desk

বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন নীল ছবির নায়িকা সানি লিওন জানালেন তাঁর বন্ধুত্ব নিয়ে মতামত। সংবাদ সংস্থাকে দেওয়া ই-মেল সাক্ষাৎকারে সানি জানান, তাঁর বেশি বন্ধু নেই। বেশি বন্ধু তিনি চাননা। খুব নির্বাচিত কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব রাখেন তিনি। পার্টি করতে বড় একটা যাননা। ফলে তাঁর বিশাল বন্ধু সার্কেল এমনও নয়। বরং কাজ ও সংসার নিয়েই থাকতে চান তিনি। প্রসঙ্গত ইতিমধ্যেই বলিউডে ৭ বছর কাটিয়ে ফেলেছেন সানি। আপাতত স্বামী ও ৩ সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার।

৩৮ বছরের সানিকে কী এখনও তাঁর পুরনো পরিচিতি দিয়েই বিচার করা হয়? সানির পরিস্কার উত্তর তিনি ৭ বছর সিনেমা জগতে কাটিয়ে ফেলেছেন। বলিউডে আসার আগেও তিনি খুশি ছিলেন। এখনও খুশি। প্রসঙ্গত ২০১২ সালে জিসম ২ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। নীল ছবির নায়িকা হিসাবে তাঁর পরিচিতি তখন থেকেই অতীত।

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তারপর থেকে তিনি ঘোর সংসারী। সুখে সংসার করতে ভালবাসেন। ভালবাসেন কাজ ও পরিবারের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে। তবে রাগিণী এমএমএস ২, এক পহেলি লীলা, ওয়ান নাইট স্ট্যান্ড সহ অনেক বলিউড সিনেমা করে ফেলা সানি মনে করেন জীবনের সবচেয়ে সুখের সময়ের মধ্যে দিয়ে তিনি এখন যাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts