National

নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সানি লিওন

Published by
News Desk

ব্যক্তিগত বিমানে মুম্বই ফিরছিলেন বলিউড তারকা সানি লিওন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তাঁর বন্ধুরা। অভিনেত্রী নিজেই তাঁর ট্যুইটারে জানিয়েছেন খারাপ আবহাওয়ায় তাঁদের বিমানটি প্রায় ক্র্যাশ করছিল। সেই অবস্থায় ঈশ্বরের কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাঁরা।

মহারাষ্ট্রের একটি অজানা জায়গায় তাঁরা রয়েছেন বলেও জানান সানি। সেখান থেকে একটি গাড়িতে তাঁরা ফিরছেন। তাঁদের এই আশ্চর্য রক্ষার জন্য বিমানের পাইলটদের যাবতীয় শ্রেয় দিয়েছেন প্রাক্তন এই পর্নস্টার। এভাবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফেরার জন্য নিজেদের ভাগ্যকেও ধন্যবাদ দিয়েছেন সানি।

Share
Published by
News Desk