Entertainment

সানি লিওন-এর জন্মদিনে স্ত্রীর উষ্ণতায় মগ্ন স্বামী ড্যানিয়েল ওয়েবার

Published by
News Desk

বলিউড অভিনেত্রী সানি লিওন ৩৮ বছর সম্পূর্ণ করলেন। তাঁর জন্মদিনে স্বামী ড্যানিয়েল ওয়েবার এক আবেগভরা বার্তা দিলেন স্ত্রীকে। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেন তুলে নিয়েছিলেন ড্যানিয়েল। স্ত্রীকে ড্যানিয়েল লিখেছেন, তাঁর চোখে সানি লিওন এখনও সবচেয়ে আকর্ষণীয় মহিলা। যাঁর উষ্ণতা, উদারতা, মনুষ্যত্ব এখনও তাঁকে সমানভাবে টানে। অনেক কিছুই লিখতে গিয়েও তিনি প্রকাশ করে উঠতে পারছেননা বলেও জানান ড্যানিয়েল।

সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল, দুজনেই এক সময়ে ছিলেন নীল ছবির অভিনেতা। পরবর্তীকালে সানি চলে আসেন বলিউডে। এখন বলিউডে অভিনয় করেন তিনি। এছাড়া নানা অনুষ্ঠানেও অংশ নেন। ২০১১ সালে ড্যানিয়েলকে বিয়ে করেন সানি। তাঁদের ৩টি সন্তান রয়েছে। সেই ড্যানিয়েল এদিন স্ত্রীকে ভালবাসা ভরা বার্তা সোশ্যাল সাইট মারফত পৌঁছে দেন।

৩৮ বছরের সানি লিওন এখন শুধু হিন্দি সিনেমা বলেই নয়, তামিল সিনেমাতেও পা রাখছেন। দক্ষিণেও তাঁর ভক্ত কম নয়। ফলে দক্ষিণী সিনেমায় সানি সাফল্য পাবেন বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts