Entertainment

২ ছেলের জন্য হোটেলের রান্নাঘরে ঢুকে পড়লেন সানি লিওন

Published by
News Desk

রান্নাঘরে কী তিনি আদৌ ঢোকেন? এ প্রশ্ন অনেকেই করতে পারেন। কিন্তু তিনি যে রান্নাঘরে ঢোকেন এবং রান্নাও করেন তা হাতেকলমে দেখতে পেলেন একটি বিলাসবহুল হোটেলের রান্নাঘরের কর্মীরা। একটি শো করতে আপাতত সপরিবারে জয়পুরে বলিউড অভিনেত্রী সানি লিওন। একসময়ে নীল ছবির নায়িকা সানি এখন স্বামী সন্তানদের নিয়ে ঘোর সংসারী। কাজের পাশাপাশি সংসার সামলান দক্ষতার সঙ্গে। তাঁর যমজ ছেলে নোয়া ও এসার জয়পুরে এসেছে মা-বাবার সঙ্গে। ফলে তাদের খাওয়া দাওয়া নিয়ে মা সানি যথেষ্ট সতর্ক।

২ ছেলের প্রাতরাশ তৈরি করতে তাই সটান বৃহস্পতিবার সকালে জয়পুরের বিলাসবহুল হোটেলের রান্নাঘরে ঢুকে পড়লেন সানি। প্রথমে আলাপ জমালেন চিফ শেফের সঙ্গে। তারপর ২ জনে মিলে তৈরি করে ফেললেন কলা ও আটার প্যানকেক। সঙ্গে আপেলের সস। একেই বলে মায়ের জীবন। সে তিনি যেই হন না কেন, সন্তানদের জন্য মা। আর মায়ের তো সন্তানদের খাওয়া দাওয়া নিয়ে খুঁতখুঁতানি থাকবেই। তাই সকালে অর্ডার দিয়ে ঘরে প্যানকেক বা সস না আনিয়ে নিজে হাতে সেই রান্না রাঁধলেন সানি।

এক সময়ে নীল ছবির নায়িকা হলেও এখন সেসব অতীত। এখন বলিউড সিনেমায় নিয়মিত অভিনয় করেন তিনি। এবার আবার পা দিয়েছেন দক্ষিণী সিনেমাতে। তাঁর প্রথম তামিল ছবি ‘ভিরামাদেবী’ হলে আত্মপ্রকাশের অপেক্ষায়। এছাড়া শো-তো আছেই। আর কর্মজীবনের বাইরে রয়েছে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সন্তানদের নিয়ে তাঁর ভরা সংসার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sunny Leone