Entertainment

সানি লিওনের বায়োপিক ওয়েব সিরিজ ঘিরে নয়া বিতর্ক

Published by
News Desk

আবারও বিতর্কের শিরোনামে বলিউড তারকা সানি লিওন। মুক্তি পেয়েছে তাঁর বায়োপিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্যা আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। আর তাতেই চটেছেন শিখ সম্প্রদায়ের একাংশ। আকালি দল রীতিমত হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছে টাইটেল থেকে ‘কউর’ শব্দটি বাদ না দিয়ে সম্প্রচার করলে তার ফল ভুগতে হবে এই ওয়েব সিরিজের নির্মাতাদের।

কিন্তু কেন তাঁদের এমন দাবি? আকালি দলের তরফে জানানো হয়েছে, সানি তাঁর ‘কউর’ পদবী অনেক আগেই বাদ দিয়েছিলেন। তা হলে এখন কেন ব্যবহার করা হচ্ছে? প্রসঙ্গত সানির আসল নাম করণজিৎ কউর। তাঁর বাবা ও মা দুজনেই শিখ সম্প্রদায়ের মানুষ। তাঁর জন্ম কানাডায়। এদিকে বায়োপিকে সানির ছোটবেলা থেকে ক্রমশ তাঁর একজন পর্ন স্টার হয়ে ওঠার কাহিনি দেখানো হয়েছে। পর্ন স্টার হওয়ার পর তিনি সানি লিওন নামে পরিচিতি পান। তাঁর আসল নাম অনেকেরই এতদিন অজানা ছিল।

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts