Entertainment

স্বামী সন্তানকে নিয়ে সানি লিওন

Published by
News Desk

সানি লিওনের এখন স্বামী ও ৩ সন্তানের ভরা সংসার। ২ পুত্র, ১ কন্যা। প্রাক্তন পর্নস্টার এখন বলিউড অভিনেত্রীও। ব্যস্ত বিজ্ঞাপন সহ অন্যান্য কাজে। ফলে পরিবারের সঙ্গে সবসময় সময় কাটানো হয়, তেমন নয়। এরমধ্যেই সময় বার করে সানি একান্তে সময় কাটালেন পরিবারের সঙ্গে। যাতে তাঁর স্বামী খুব খুশি। স্বামী ড্যানিয়েল ওয়েবার ও কন্যা নিশার সঙ্গে সানির একান্ত পারিবারিক মুহুর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর সেই ছবিই এখন ইন্টারনেটে ঝড় তুলেছে।

ছবিতে খোলাখুলি কিছু দেখা না গেলেও সানির শরীরে কোনও সুতো আছে বলে মনে হচ্ছে না। ড্যানিয়েলের উর্ধ্বাঙ্গও অনাবৃত। সানির দেহের অনেকটা অংশ ঢাকা পড়েছে স্বামী ও কন্যার পিছনে। দেখেই বোঝা যাচ্ছে গোটা পরিবার খুব খুশি। এমন এক একান্ত পারিবারিক মুহুর্ত সোশ্যাল সাইটে সামনে আসতেই ট্রোল শিকারিদের তোপের মুখে পড়েন সানি। আর এই ছবি নিয়ে সানি লিওনকে সমালোচনার মুখে পড়তে দেখে পাল্টা ট্রোল শিকারিদের তোপ দাগেন তাঁর ভক্তরা। ফলে এখন যা পরিস্থিতি তাতে ছবিটা নিয়ে সমালোচক ও সমালোচকদের সমালোচক লড়াই জমে উঠেছে। তবে এ নিয়ে সানি বা তাঁর পরিবার কোনও মন্তব্য করেননি।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts