ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @sunnyleone
অতীতে যাই হোকনা কেন, বলিউডের আর পাঁচটা নায়িকার মতই সানি লিওনের সম্মান পাওয়া উচিত। কেন তাঁকে একজন অভিনেত্রী হিসাবে দেখা যাচ্ছে না? তাঁকে নার্গিস, শ্রীদেবী বা মাধুরী দীক্ষিতের মত করে দেখতে সমস্যা কোথায়? যদি এখনও সকলে তাঁকে তাঁর পুরনো ইমেজেই দেখতে চান, তাহলে এই দেশের পরিবর্তন অসম্ভব। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এভাবেই সানি লিওনের পাশে দাঁড়ালেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল।
সানি লিওন বর্তমানে বলিউডে বিভিন্ন সিনেমায় অভিনয় করছেন। কিন্তু তাঁর উত্থান ও নামডাক সবই একজন পর্নস্টার হিসাবে। বিদেশে দীর্ঘদিন পর্নস্টার হিসাবে কাজ করার পর এখন তিনি সপরিবারে ভারতে। কাজ করছেন বিভিন্ন বলিউড সিনেমায়। কিন্তু কোথায় যেন এখনও সানি লিওনের গা থেকে পর্নস্টার ছাপটা মুছে যায়নি। এমন ভাবনা হয়তো ভারতীয়দের একাংশের মনে এখনও রয়ে গেছে। তাই তিনি যতই অভিনয় করুন না কেন বলিউডের অন্য নায়িকাদের সঙ্গে তাঁর নাম একসঙ্গে এখনও নেওয়া হয়না। আর সেখানেই আপত্তি হার্দিকের। যদিও এবারই প্রথম নয়, এর আগেও সানি লিওনের হয়ে সওয়াল করতে দেখা গেছে এই তরুণ রাজনৈতিক ব্যক্তিত্বকে। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম