Entertainment

জন্মদিনে সানি লিওন, অনুরাগীদের দিলেন রিটার্ন গিফট

Published by
News Desk

গত ১৩ মে ৩৭-এ পা পড়ল প্রাক্তন পর্নস্টার তথা বলিউড অভিনেত্রী সানি লিওনের। জন্মদিনে সানি ভেসে গেছেন শুভানুধ্যায়ী ও ভক্তদের শুভেচ্ছা বার্তায়। তাই না চাইলেও তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া অনুরাগীদের বিশেষ ‘রিটার্ন গিফট’ দিলেন সানি। বহুদিন পর নিজের খোলামেলা ২টি ‘সিজলিং’ ছবি ইন্সটাগ্রামের পাতায় পোস্ট করলেন ‘জিসম ২’-এর নায়িকা। হঠাৎ ওঠা কালবৈশাখী ঝড়ের মত সেই ছবি লণ্ডভণ্ড করে দিয়েছে কোটি কোটি পুরুষ হৃদয়। চাবুকের মত ধারালো শরীরে ন্যুড অন্তর্বাস পরিহিতা সানির কালো সাদা ছবি আগুন জ্বালিয়ে দিয়েছেন নেট জগতে।

সম্প্রতি একটি বিজ্ঞাপন সংস্থার হয়ে ফোটোশ্যুট করেন ৩ সন্তানের জননী। নিঃসঙ্কোচে তাঁর উদ্ধত যৌবন তিনি মেলে ধরেন স্টিল ক্যামেরার সামনে। ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে ওঠে সানি ম্যাজিক। অনেকদিন হল, বলিউডে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতেই মন দিয়েছেন সানি। কাজের ফাঁকে ফাঁকে সংসারও সামলাতে হচ্ছে তাঁকে। এর মাঝেই ফের ইন্সটাগ্রামে ন্যুড অন্তর্বাসে হাজির হলেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Sunny Leone

Recent Posts