Entertainment

মদ্যপ অবস্থায় এভাবে রাস্তায় ঘুরছেন কেন, কারণ জানালেন সানি দেওল

তাঁর গদর ২ বক্স অফিসে রেকর্ড গড়েছে। ফলে তাঁর তো এখন দারুণ সময় কাটানোর কথা। সেখানে রাতে তিনি মদ্যপ অবস্থায় রাস্তায় কেন। তার উত্তর দিলেন সানি নিজেই।

Published by
News Desk

তিনি সানি দেওল। বলিউডে ঘায়ল থেকে গদর ২, এক দীর্ঘ পথ অতিক্রম করেও তিনি সানি দেওল। এমন একটা নাম যা বলিউডে নিজের আলাদা একটা জায়গা ধরে রাখবে। তাঁর গদর ২ সিনেমাটি হালে বক্স অফিসে আলোড়ন ফেলা সাফল্য পেয়েছে।

ফলে তাঁর এখন খুশিতে দিন কাটানোর কথা। কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটা ভিডিও তাঁর অনুরাগীদেরও চিন্তায় ফেলে।

জীবনে এমন কি হল সানির যে তাঁকে মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় ঘুরতে হল। এক রিকশাওয়ালার সাহায্য নিতে হল। প্রশ্নটা ঘুরেও বেড়াচ্ছিল। ভিডিও ছড়িয়েও পড়ছিল।

সানি দেওল নিজেই ওই অবস্থায় রাস্তায় ঘোরার কারণ বললেন। সানি তাঁর এক্স হ্যান্ডলে হিন্দিতে যা লেখেন তার মানে হল গুজবের ‘সফর’ এই পর্যন্তই। সানি জানিয়েছেন, তিনি তাঁর একটি সিনেমার শ্যুটিং করছিলেন রাতের রাস্তায়। অর্থাৎ ওটা সিনেমার অঙ্গ। যার অভিনয় করছিলেন তিনি।

এর সঙ্গে বাস্তব জীবনের কোনও সম্পর্ক নেই। কিন্তু একটি এডিট করা ভিডিও যে এই কাণ্ড করেছে তা সামনে এসেছে। সিনেমাটি যিনি তৈরি করছেন তিনি নিজেও জানিয়েছেন, সফর নামে একটি সিনেমার শ্যুটিং করছিলেন সানি।

এই দৃশ্য তারই অংশ। তার এডিট করা অংশ এভাবে বাইরে এল কীভাবে তারও খোঁজ চলছে। সেই সঙ্গে এই ভিডিও আর না ছড়াতেও সকলকে অনুরোধ করেছেন ওই সিনেমার প্রযোজক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk