Sports

কান বন্ধ করে আনন্দ করা, মানেই বুঝতে পারলেননা সুনীল গাভাস্কার

কোনও খেলোয়াড় বড় সাফল্য পেলে সেই খুশি নিজের মত করে প্রকাশ করেন। তাহলে কান বন্ধ করে এটা কেমন সেলিব্রেশন সেটাই বুঝতে পারলেন না গাভাস্কার।

Published by
News Desk

ফুটবলার গোল করলে, ক্রিকেটার শতরান করলে বা উইকেট নিলে, ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাচ জিতলে এবং এমন প্রতিটি খেলায় কোনও খেলোয়াড় সাফল্য পেলে সেই আনন্দ নিজের মত করে প্রকাশ করেন।

কয়েকজনের এই আনন্দ করার একটা বিশেষ ধরণও থাকে। তবে আইপিএল এ শতরান করার পর কেএল রাহুল যা করলেন তার মানে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কারের মাথায় ঢুকছে না। এ কেমন আনন্দ প্রকাশ? সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্ট অধিনায়ক কেএল রাহুল শতরান করেন। শতরান করার পর সব খেলোয়াড়ই নিজের মত করে মাঠে আনন্দ প্রকাশ করেন।

কেএল রাহুল, ছবি – আইএএনএস

রাহুলকে দেখা যায় তিনি শতরান করার পর সোজা হয়ে দাঁড়িয়ে দুটো হাত দিয়ে দুকান চেপে ধরেন। দেখে প্রথমে মনে হয়েছিল তিনি কান ধরেছেন। কান ওভাবে চাপা হয় কোনও কিছু শুনতে না চাইলে। সেখানেই অবাক সুনীল গাভাস্কার।

তাঁর বক্তব্য, যখন কেউ কিছু শুনতে না চান তখন এভাবে কান চেপে ধরেন। কিন্তু যে খেলোয়াড় শতরান করেছেন, তাঁর তো সকলের করতালি, বাহবা, প্রশংসা শোনা উচিত। এভাবে কান তখন ধরা যেতে পারে যখন তিনি ৩, ৪ রান করে আউট হবেন।

রাহুল শতরান করে কেন বা কি শুনতে চাইলেন না তাই এখনও মাথায় ঢুকছে না সুনীল গাভাস্কারের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts