Sports

পিতৃত্বকালীন ছুটি, তাঁর ক্ষেত্রে কি হয়েছিল স্পষ্ট করলেন গাভাস্কার

বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফর থেকে প্রথম টেস্ট খেলেই ফিরছেন। পিতৃত্বকালীন ছুটি নিয়ে। তিনিও কি এটাই করেছিলেন? সেটাই এবার স্পষ্ট করলেন গাভাস্কার।

নয়াদিল্লি : বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই তাঁর সন্তানের জন্ম দেবেন অনুষ্কা শর্মা। সেইভাবেই ডেট পড়েছে। তাই বিরাট কোহলি অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন। পিতৃত্বকালীন ছুটি তাঁর মঞ্জুর হয়েছে। যা অনেক প্রাক্তন ক্রিকেটারেরই ভাল লাগেনি।

এদিকে বিরাটের এই ছুটির সঙ্গে তুলনা করা হচ্ছে ১৯৭৫-৭৬ সালে গাভাস্কারের ছুটিকে। ক্রিকেট জগতের কিছু মানুষের দাবি সুনীল গাভাস্কার সে সময় নিজেই নাকি বিসিসিআই-য়ের কাছে ছুটি চেয়েছিলেন। গাভাস্কার কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে এবার সে সময় কী ঘটেছিল তা পরিস্কার করলেন।

গাভাস্কার দাবি করেছেন, ১৯৭৫-৭৬ সালে তখন তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। এদিকে তিনি তখন নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাচ্ছিলেন।

গাভাস্কার জানতেন যে তাঁর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তিনি থাকবেন বিদেশে। ভারতের হয়ে টেস্ট খেলছেন তখন। কিন্তু তিনি টিমের সঙ্গে খেলতে উড়ে গিয়েছিলেন।

গাভাস্কার দাবি করেছেন সে সময় তিনি কখনও পিতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি তৃতীয় টেস্টে চোট পান। চিকিৎসকেরা তাঁকে ৪ সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেন। সে সময় থেকে ঠিক ৩ সপ্তাহ পরে ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট খেলতে নামার কথা ভারতের।

তখন হিসাব করে দেখা গেল সেভাবে দেখলে গাভাস্কার প্রথম টেস্ট খেলতে পারছেন না। এদিকে নিউজিল্যান্ডে আঘাত নিয়ে মাঠে না নামতে পারা গাভাস্কার তখন দলের ম্যানেজার তথা ভারতের এক সময়ের উজ্জ্বল ক্রিকেট তারকা পলি উমরিগড়ের কাছে একটি আবেদন জানান।

গাভাস্কার পলি উমরিগড়কে বলেন, তিনি চোট নিয়ে এখন বিশ্রামেই থাকবেন। তাই এখানে বিশ্রামে না থেকে তিনি কটা দিনের জন্য দেশে ফিরতে চান। তারপর সেখানে কয়েকদিন কাটিয়ে ভারত থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে সেখানে পৌঁছে যাবেন। যোগ দেবেন নিউজিল্যান্ড থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ পৌঁছনো ভারতীয় দলের সঙ্গে।

গাভাস্কার সে সময় ভারতে কদিনের জন্য ফেরেন। চোটগ্রস্ত অবস্থায় কটা দিনর জন্য তাঁর ফেরাকে পিতৃত্বকালীন ছুটি বলে অনেক মহলে দাবি করা হচ্ছে। আদপেও তা সত্যি নয়। তিনি কোনও ছুটি চাননি। বরং ৪ সপ্তাহ বিশ্রামে তাঁকে থাকতে বলা হলেও তিনি তৃতীয় সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন সেই সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025