Sports

পিতৃত্বকালীন ছুটি, তাঁর ক্ষেত্রে কি হয়েছিল স্পষ্ট করলেন গাভাস্কার

বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফর থেকে প্রথম টেস্ট খেলেই ফিরছেন। পিতৃত্বকালীন ছুটি নিয়ে। তিনিও কি এটাই করেছিলেন? সেটাই এবার স্পষ্ট করলেন গাভাস্কার।

Published by
News Desk

নয়াদিল্লি : বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে থাকাকালীনই তাঁর সন্তানের জন্ম দেবেন অনুষ্কা শর্মা। সেইভাবেই ডেট পড়েছে। তাই বিরাট কোহলি অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন। পিতৃত্বকালীন ছুটি তাঁর মঞ্জুর হয়েছে। যা অনেক প্রাক্তন ক্রিকেটারেরই ভাল লাগেনি।

এদিকে বিরাটের এই ছুটির সঙ্গে তুলনা করা হচ্ছে ১৯৭৫-৭৬ সালে গাভাস্কারের ছুটিকে। ক্রিকেট জগতের কিছু মানুষের দাবি সুনীল গাভাস্কার সে সময় নিজেই নাকি বিসিসিআই-য়ের কাছে ছুটি চেয়েছিলেন। গাভাস্কার কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে এবার সে সময় কী ঘটেছিল তা পরিস্কার করলেন।

গাভাস্কার দাবি করেছেন, ১৯৭৫-৭৬ সালে তখন তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। এদিকে তিনি তখন নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাচ্ছিলেন।

গাভাস্কার জানতেন যে তাঁর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তিনি থাকবেন বিদেশে। ভারতের হয়ে টেস্ট খেলছেন তখন। কিন্তু তিনি টিমের সঙ্গে খেলতে উড়ে গিয়েছিলেন।

গাভাস্কার দাবি করেছেন সে সময় তিনি কখনও পিতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি তৃতীয় টেস্টে চোট পান। চিকিৎসকেরা তাঁকে ৪ সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেন। সে সময় থেকে ঠিক ৩ সপ্তাহ পরে ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট খেলতে নামার কথা ভারতের।

তখন হিসাব করে দেখা গেল সেভাবে দেখলে গাভাস্কার প্রথম টেস্ট খেলতে পারছেন না। এদিকে নিউজিল্যান্ডে আঘাত নিয়ে মাঠে না নামতে পারা গাভাস্কার তখন দলের ম্যানেজার তথা ভারতের এক সময়ের উজ্জ্বল ক্রিকেট তারকা পলি উমরিগড়ের কাছে একটি আবেদন জানান।

গাভাস্কার পলি উমরিগড়কে বলেন, তিনি চোট নিয়ে এখন বিশ্রামেই থাকবেন। তাই এখানে বিশ্রামে না থেকে তিনি কটা দিনের জন্য দেশে ফিরতে চান। তারপর সেখানে কয়েকদিন কাটিয়ে ভারত থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে সেখানে পৌঁছে যাবেন। যোগ দেবেন নিউজিল্যান্ড থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ পৌঁছনো ভারতীয় দলের সঙ্গে।

গাভাস্কার সে সময় ভারতে কদিনের জন্য ফেরেন। চোটগ্রস্ত অবস্থায় কটা দিনর জন্য তাঁর ফেরাকে পিতৃত্বকালীন ছুটি বলে অনেক মহলে দাবি করা হচ্ছে। আদপেও তা সত্যি নয়। তিনি কোনও ছুটি চাননি। বরং ৪ সপ্তাহ বিশ্রামে তাঁকে থাকতে বলা হলেও তিনি তৃতীয় সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন সেই সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts