Sports

এএফসি কাপের সেরা তালিকায় সুনীল ছেত্রী

Published by
News Desk

এএফসি কাপ ২০১৭-র সেরা গোলের তালিকায় মনোনীত হল ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর করা গোল। গত ৩১ মে বেঙ্গালুরুতে বেঙ্গালুরু এফসির হয়ে ৫৭ মিনিটে মালদ্বীপের মাজিয়া এফসির বিরুদ্ধে তিনি গোলটি করেন।

সেদিন বিপক্ষের রক্ষণের দেওয়ালকে বোকা বানিয়ে সুনীলের বাঁক খাওয়ানো ফ্রি কিকটি জড়িয়ে গিয়েছিল বিপক্ষের জালে। এই গোলই জায়গা করে নিল প্রতিযোগিতার সেরা ৪টি গোলের মধ্যে। এগুলির মধ্যে সেরা গোলের মর্যাদা কোনটি পাবে তা ঠিক হবে অনলাইনে ভোটের মাধ্যমে। এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ভোটদান করা যাবে বলে এএফসি সূত্রে জানানো হয়েছে।

প্রসঙ্গত এই প্রতিযোগিতার ইন্টার জোন সেমিফাইনালে উত্তর কোরিয়ার এপ্রিল ২৫-কে হারালেও ইন্টার জোন ফাইনালে তাজিকিস্তানের ইস্তিকোলের কাছে হেরে যায় সুনীলের নেতৃত্বাধীন বেঙ্গালুরু এফসি।

Share
Published by
News Desk

Recent Posts