Sports

ক্ষোভ থেকেই কি অবসর, কারণ জানালেন দেশের ফুটবল মহাতারকা সুনীল ছেত্রী

এদেশের ফুটবলে উজ্জ্বলতম তারকা সুনীল ছেত্রী। দেশের হয়ে সবচেয়ে বেশি গোল রয়েছে তাঁর ঝুলিতেই। তিনি আচমকা কেন অবসর নিচ্ছেন। উত্তর দিলেন নিজেই।

Published by
News Desk

ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী শুধু একজন ফুটবলার নন, একটা যুগের নাম। ১৯ বছরের ফুটবল কেরিয়ারে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি গোল রয়েছে তাঁরই। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল দেশের ফুটবলের মহাতারকা।

আগামী ৬ জুন ভারত কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লড়াইয়ের তৃতীয় ধাপের এই লড়াইয়ে সুনীল ছেত্রী ভারতীয় দলের হয়ে খেলবেন। তারপরেই অবসর।

কিন্তু ৬ জুনের পরই ১১ জুন কাতারের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সেই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ম্যাচে সুনীল খেলছেন না। তিনি তখন অবসরে।

কেন অবসর গ্রহণের জন্য অত হুটোপুটি? ৬ জুন খেলার পর ১১ জুনের ম্যাচে খেলবেন না। তার আগই অবসর নেবেন কেন সুনীল ছেত্রী? এ নিয়ে নানা জল্পনা চলছিল। তবে সুনীল এবার নিজেই পরিস্কার করেছেন কারণটা।

সুনীল ছেত্রী জানিয়েছেন, তাঁর একটা অনুভূতি কাজ করছিল গত ১ মাস ধরে যে এবার সময়টা এসে গেছে। এটাই সঠিক সময় অবসরের। এই অনুভূতিটা প্রতিদিন ক্রমে বাড়ছিল তাঁর মনে। তাই তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন সুনীল।

অনেকেই প্রশ্ন করেছেন অবসর গ্রহণটা ১১ জুনের কাতার ম্যাচের পর নিলে হতনা? ৬ তারিখের ম্যাচ খেলে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ১১ জুনের ম্যাচের আগেই অবসর কেন?

সুনীল সে বিষয়টিও পরিস্কার করেছেন। তাঁর মতে, ১১ তারিখের ম্যাচে ভারতীয় ফুটবল দল ভাল ফল করবে বলে তিনি বিশ্বাস করেন। দল তৈরি রয়েছে।

সুনীল ছেত্রীর কি তবে কোথাও একটা ক্ষোভ দানা বেঁধেছে? তা অবশ্য পরিস্কার বোঝা যায়নি। তবে ভারত তার সর্বকালের এক অন্যতম সেরা খেলোয়াড়কে আর দেশের জার্সিতে মাঠে পাবেনা। এটা অবশ্যই বড় ধাক্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts