Sports

আউট হয়ে রেকর্ড গড়লেন সুনীল

Published by
News Desk

ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটসম্যানরা সাধারণত রানের পাহাড় গড়ে অনন্য নজির গড়েন। কিন্তু জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে শূন্য রানে আউট হয়ে অদ্ভুত বিশ্বরেকর্ড গড়লেন উইন্ডিজের ক্রিকেটার সুনীল আমব্রিস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। কিউয়ি বোলার নেল ওয়াগনার ইনিংসের প্রথম বলটি করেন। সুনীল সেই প্রথম বলেই হিট উইকেট করে বসে উইকেট খোয়ান। হিট উইকেট হওয়ার উদাহরণ ক্রিকেটে বেশ কিছু থাকলেও জীবনের প্রথম টেস্টে প্রথম বলেই হিট উইকেটের নজির এ যাবত ছিল না।

জীবনের অভিষেক টেস্ট যে কোনও ক্রিকেটারের কাছে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু উইন্ডিজের সুনীল আমব্রিসের কাছে অভিষেক টেস্টটা একটু অন্যভাবেই স্মরণীয় হয়ে থাকল।

Share
Published by
News Desk