Entertainment

নতুন বছরে ঈশ্বরের অমূল্য উপহার পেলেন সুনিধি চৌহান

Published by
News Desk

নতুন বছরে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান পেলেন জীবনের অন্যতম সেরা উপহার। তাঁর কোল আলো করে এল ফুটফুটে এক পুত্রসন্তান। নববর্ষের বিকেলে মুম্বইয়ের একটি হাসপাতালে মাতৃত্বের স্বাদ অনুভব করলেন সুনিধি। নিজের জন্মদিনের দিন সুনিধি তাঁর গর্ভবতী হওয়ার সংবাদ জানিয়েছিলেন ভক্তদের। বছরের শুরুতেই সন্তানের বাবা হওয়ার আনন্দে খুশি সঙ্গীত সুরকার সুনিধির কর্তা হিতেশ সোনিক। সোমবার বিকেল ৫টা ২০ নাগাদ ভূমিষ্ঠ হয় সুনিধি ও হিতেশের প্রথম সন্তান। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে প্রথম স্বামীর সঙ্গে সুনিধির দাম্পত্য জীবন সুখের হয়নি। তবে নতুন করে জীবন শুরু করার সুযোগ গায়িকার সামনে এনে দেন হিতেশ। সুনিধির জীবনের সেই দ্বিতীয় ইনিংস সোমবার পূর্ণতা পেল মা হওয়ার মধ্য দিয়ে।

Share
Published by
News Desk

Recent Posts