Kolkata

এপ্রিলেই স্কুলে গরমের ছুটি ঘোষণা, কেবল ২ জেলায় খোলা থাকবে স্কুল

অতিরিক্ত গরমের জন্য এবার সরকারি স্কুলে গরমের ছুটি আরও এগিয়ে আনল রাজ্যসরকার। কবে থেকে গরমের ছুটি ঘোষণা হয়েছে, কবেই বা খুলবে স্কুল।

Published by
News Desk

বছরের কবে কবে ছুটি তার তালিকা সরকারি স্কুলে বছরের শুরুতেই দিয়ে দেওয়া হয়। কিন্তু গত কয়েক বছরে দেখা গেছে গরমের ছুটি নির্ধারিত দিনের অনেক আগে থেকেই শুরু হচ্ছে। কবে শুরু হবে তা নির্ভর করে গরমের ওপর।

সেই পর্যায়ে গরম পৌঁছলে রাজ্যসরকার নির্ধারিত দিনের আগেই ছুটি দিয়ে দিচ্ছে। এবারও ৬ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়ার কথা থাকলেও তা অনেকটাই এগিয়ে আনল সরকার।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ চলছে। বৈশাখের শুরুতেই জ্বলছে বাংলার দক্ষিণভাগ। ৪০ ডিগ্রির ওপর বা আশপাশে ঘুরছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এই অবস্থায় এপ্রিলের ২২ তারিখ থেকেই সরকারি স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হল।

২২ এপ্রিল থেকে ছুটি তো পড়ছে, খুলছে কবে? এ প্রশ্ন অভিভাবকদের। যদিও তার সদুত্তর মেলেনি। কারণ নির্বাচনের কথা মাথায় রেখে কবে থেকে স্কুল ফের চালু হবে তা নিয়ে নিশ্চিত করে কোনও দিন ঘোষণা করা হয়নি।

এদিকে বিভিন্ন মহল থেকে স্কুল ছুটি হলেও অনলাইনে যেন ক্লাস চালানো হয় সে দাবি উঠতে শুরু করেছে। কারণ এত ছুটি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা দুঃসাধ্য হয়ে ওঠে। তাই শিক্ষকদেরও একাংশ চাইছেন স্কুলে যেতে না হলেও পড়ুয়াদের অনলাইনে ক্লাস করানো হোক।

২২ এপ্রিল থেকে গরমের ছুটি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য অবশ্য প্রযোজ্য নয়। দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও স্কুল বন্ধ হচ্ছেনা। সেখানে আগাম এই গরমের ছুটিও পড়ছে না। কারণ বাংলা পুড়লেও দার্জিলিং ও কালিম্পংয়ের আবহাওয়া বেশ ভাল রয়েছে। বৃষ্টিও হচ্ছে। গরমের কোনও প্রাবল্য সেখানে নেই।

Share
Published by
News Desk