Kolkata

কমল সরকারি স্কুলের ছুটি, সোশ্যাল সাইটে জানালেন শিক্ষামন্ত্রী

Published by
News Desk

বছরের শুরুতেই যে ছুটির তালিকা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে দিয়ে দেওয়া হয়, তাতে গরমের ছুটি ছিল ৪ জুন পর্যন্ত। সেই ছুটি বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করে স্কুল শিক্ষা দফতর। নির্দেশ পৌঁছয় স্কুলগুলিতে। স্কুলগুলিতে গরমের ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত এই খবর সামনে আসতে বেশ কিছুদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছিল। অবশেষে ছুটিতে কাটছাঁট করল সরকার। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছেন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলি খুলে যাবে ১০ জুন থেকে।

পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট, ছবি – সৌজন্যে – ফেসবুক – @partha.chatterjee.31508076

স্কুলের গরমের ছুটি আগেও দেখা গেছে পরিবর্তিত হতে। সে সময় অতিরিক্ত গরমের কারণে ছুটি বাড়ানো হয়েছিল। এবারও গরমের জন্যই ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। প্রায় ২ মাস ছুটি নিয়ে সরব হন অনেকে। খোদ শিক্ষক মহলও এ নিয়ে প্রতিবাদে মুখর হয়। সেই চাপের মুখেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল রাজ্য সরকার।

স্কুলে গরমের ছুটি খুব বেশি দিন হলে সেক্ষেত্রে কোর্স সম্পূর্ণ করা শিক্ষক শিক্ষিকাদের জন্য মুশকিলের হবে। তাছাড়া মিড ডে মিল নিয়েও সমস্যা হবে। এসব নানা বিষয় সামনে আসতে শুরু করে। তারপরেও বিশাল ছুটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে। চাপে পড়ে সরকার। তারপরই এদিন শিক্ষামন্ত্রী ফেসবুকে ছুটি কমানোর কথা জানিয়ে পোস্ট করলেন। তবে স্কুলগুলিতে এখনও কোনও সরকারি বিজ্ঞপ্তি এসে পৌঁছয়নি।

Share
Published by
News Desk

Recent Posts