Kolkata

ধেয়ে আসছে ফণী, আগাম গরমের ছুটি

Published by
News Desk

কলকাতা থেকে ৮৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী। দিঘা থেকে সাড়ে ছ’শো কিলোমিটার। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে। এখন অপেক্ষা শুক্রবার ওড়িশায় আছড়ে পড়ার পর কখন বাংলায় হামলা চালায় এই দানব সাইক্লোন। তবে ঝড়ের তাণ্ডব মোকাবিলায় রাজ্য তৈরি। তৈরি প্রশাসন।

ফণীর প্রভাবের কথা মাথায় রেখে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণার পথে হাঁটছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে ফণীর কথা মাথায় রেখে এবং চড়তে থাকা গরমের কথাও মাথায় রেখে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। শুক্রবার থেকেই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে।

বছরের শুরুতেই স্কুলগুলিতে কবে কবে ছুটি থাকবে, কোন কোন দিন স্কুলে পালনীয় সবকিছুর তালিকা স্কুলগুলির হাতে পৌঁছে যায়। সেই তালিকা অনুযায়ী এ বছর গরমের ছুটি পড়ার কথা ২০ মে। স্কুল খোলার কথা ৪ জুন। সেই ২০ মে-র ছুটি এগিয়ে এনে শুক্রবার অর্থাৎ ৩ মে থেকে করে দেওয়া হচ্ছে। তবে শোনা যাচ্ছে প্রয়োজন পড়লে গরমের ছুটি শেষের দিন থেকে এগিয়ে আনা হতে পারে।

প্রথমে ঠিক ছিল ফণীর জন্য প্রয়োজনে ২ দিন ছুটি ঘোষণা করা হতে পারে। কিন্তু ফণী তো ২ দিনের অতিথি। তারপর তো প্রখর গরম ফের নিজের রূপ ধারণ করবে। তাই সেকথাও মাথায় রেখে এই ছুটির সিদ্ধান্ত গ্রহণ করেছে স্কুল শিক্ষা দফতর।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts