Kolkata

স্কুলে গরমের ছুটি আরও ১১ দিন বাড়াল রাজ্য সরকার

Published by
News Desk

এই সময়ে এমন অস্বাভাবিক গরম হয়না। তাই গরমের ছুটি শেষ করে সব স্কুল খুলে গিয়েছিল। রাজ্য সরকারি স্কুলগুলিতে পুরোদমে ক্লাসও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় নতুন করে ভাবতে বসতে হল শিক্ষা দফতরকে। সোমবারই কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছে। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী তাঁদের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। সেইমত রাজ্য শিক্ষা দফতর ফের নতুন করে আরও ১১ দিন গরমের ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আগামী ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সব সরকারি স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রবল গরমে ছাত্রছাত্রীরা স্কুলে কাহিল হয়ে পড়ছে। তাদের পক্ষে এই গরম সহ্য করে স্কুল করা সম্ভব হচ্ছেনা। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানান পার্থবাবু। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও সরকারের এই সিদ্ধান্ত বিবেচনা করে তাদের ছাত্রছাত্রীদের এই গরমে স্কুল করার হাত থেকে রেহাই দেবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts