Entertainment

বলিউডে পা দিতে চলেছেন সুহানা?

Published by
News Desk

এবার বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান? চর্চাটা কিন্তু বেশ পেকেছে বলিউড পাড়ায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে বার বার ভাইরাল হয়েছে সুহানার ছবি। কিছুদিন আগে জনপ্রিয় ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার গার্ল হয়েছিলেন তিনি। কিন্তু তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল বিতর্কের ঝড়। কী যোগ্যতা আছে সুহানার ‘ভোগ’-এর কভার পেজে জায়গা পাওয়ার তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কেবল শাহরুখ খানের মেয়ে বলে কোনও পক্ষপাতিত্ব হচ্ছে কিনা তা নিয়েও কথা হয়েছে। কথা উঠেছে ‘ধড়ক’ ছবি করার পর শ্রীদেবীর মেয়ে জাহ্নবীও যদি কভার গার্ল হতেন তো কিছু বলার ছিল না। কিন্তু এখনও পর্যন্ত কোনও ছবিও করেননি সুহানা। তাহলে তিনি কিভাবে এত জনপ্রিয় একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হতে পারেন? এবার তারই যোগ্য জবাব দিতে চলেছেন সুহানা। শোনা যাচ্ছে বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর।

অভিনয়ের ব্যাপারে যথেষ্ট আগ্রহী সুহানা। নিয়মিত তাঁকে দেখা যায় থিয়েটারে। কিন্তু কার হাত ধরে তাঁর বলিউডে প্রবেশ ঘটবে তা এখনও নিশ্চিত নয়। ঘনিষ্ঠ মহলের মত, এ ব্যাপারে করণ জোহর যে এগিয়ে থাকবেন তাতে কোনও সন্দেহ নেই। তবে এখনও পর্যন্ত কানাঘুষো যা শোনা যাচ্ছে তাতে সুজয় ঘোষ ও সঞ্জয় লীলা বনশালি বলিউডে সুহানাকে আনার ব্যাপারে আগ্রহী। তবে যার হাত ধরেই সুহানা বলিউডে আসুন না কেন, খুব শীঘ্রই যে তাঁকে একটা রোমান্টিক ছবিতে দেখা যাবে তা নিয়ে অনেকটাই নিশ্চিত টিনসেল টাউনের সিংহভাগ।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Suhana Khan

Recent Posts