Categories: Kolkata

‘সুফল বাংলা’, রাজ্য সরকারের নয়া উদ্যোগ

Published by
News Desk

শহরবাসীর ঘরে তাজা সবজি, মাছ, মাংস, দুধ, দই পৌঁছে দিতে আগামী মঙ্গলবার শহরে আত্মপ্রকাশ করছে ‘সুফল বাংলা’। রাজ্য সরকারের এই উদ্যোগে আগামী দিনে শহরবাসীকে আর বাজারে ঘুরে ঘুরে দৈনন্দিন বাজার করতে হবে না। দরকার কেবল ইন্টারনেট। সেখানেই নির্দিষ্ট ওয়েবসাইটে গেলে প্রাত্যহিক দেওয়া থাকবে সেদিনের বাজারের তালিকা ও দাম। এবার পছন্দমত অর্ডার করে পাঠিয়ে দিলেই ঘরে পৌঁছে যাবে অর্ডারি সবজি, মাছ, মাংস। বিনামূল্যে এই হোম ডেলিভারি আমজনতার অনেকটা সময় ও ঝক্কি কমাবে। তবে সুফল বাংলা স্টলের ১ কিলোমিটারের মধ্যে থাকলে ও ৫০০ টাকার বেশি জিনিস কিনলে তবেই মিলবে এই সুবিধা। আগামী মঙ্গলবার আলিপুরে সুফল বাংলার প্রথম স্টলটির উদ্বোধন হবে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts