Categories: Kolkata

নতুন বিতর্কের জন্ম দিলেন পঞ্চায়েতমন্ত্রী

Published by
News Desk

একসময়ের লড়াকু ছাত্রনেতা হিসাবেই রাজনীতির ময়দানে তাঁর মুখে চিনেছিল সবাই। ক্রমে রাজ্যে কংগ্রেসে নেতৃত্বের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন তিনি। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সেই দাপুটে নেতা তথা বর্তমান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এদিন প্রশ্ন তুলে দিলেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের ধরণ নিয়ে। এদিন সুব্রতবাবু বলেন, এক সময়ে তাঁর মনে হত কেন তিনি এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েননি। কিন্তু এখন তাঁর মনে হয় ভাগ্যিস পড়েননি! তাঁর দাবি, ছাত্র আন্দোলনের নামে রাস্তায় যা হচ্ছে তা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আর এসব বিশ্ববিদ্যালয়ের ভেতরে যা হয় তা মাইকের সামনে বলা যায়না! ছাত্রছাত্রীদের পোশাক নিয়ে রীতিমত কটাক্ষ করেন তিনি। যদিও সুব্রতবাবুর মন্তব্যকে মেনে নিতে পারছেন না রাজ্যের এই দুই অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সিংহভাগ ছাত্রছাত্রী। কিছুটা আতঙ্কিত দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও। তাঁদের আশঙ্কা ফের এই নিয়ে নতুন করে আন্দোলনের জন্ম হতে পারে। যা আদপে এখানকার পঠনপাঠনের সুস্থ পরিবেশকেই ব্যস্ত করবে।

Share
Published by
News Desk

Recent Posts