সঞ্জয় দত্তের গ্রেফতারিতে সুবর্ণ সুযোগ পান এক বলি তারকা, নাম জানালেন সুভাষ ঘাই
৯০-এর দশকে বলিউড তারকা সঞ্জয় দত্ত গ্রেফতার হন। সেই গ্রেফতারি বলিউডের আর এক তারকার জন্য দারুণ এক সুযোগ বয়ে আনে। কে তিনি, জানালেন সুভাষ ঘাই।

৯০-এর দশকের যে কয়েকটি সিনেমা চিরকালীন হয়ে থেকে যাবে তার একটি অবশ্যই ত্রিমূর্তি। সুভাষ ঘাই-এর প্রযোজনায় তৈরি এই সিনেমার পরিচালক ছিলেন মুকুল আনন্দ। সিনেমাটির শ্যুটিং শুরু হয় ১৯৯৩ সালে।
সেই সময় এই তারকাবহুল সিনেমায় ত্রিমূর্তি হিসাবে ছিলেন শাহরুখ খান, জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তকে নিয়ে প্রথম দফায় বেশ কিছুটা শ্যুটিংও হয়ে গিয়েছিল সিনেমার। তারপরই সঞ্জয় দত্তকে বেআইনিভাবে অস্ত্র রাখার জন্য গ্রেফতার করে পুলিশ।
তাঁর কাছে পাওয়া যায় ৯ এমএম পিস্তল, একে-৫৬ রাইফেলের মত অস্ত্র। ১৯৯৩ সালের বম্বে হামলায় এই অস্ত্র ব্যবহার হয়েছিল বলে জানানো হয়। সঞ্জয় দত্তের কারাবাসের সাজা হয়।
এই অবস্থায় তাঁকে তো আর ত্রিমূর্তি সিনেমার জন্য পাওয়া যাবেনা। তখন বলিউড তারকা অনিল কাপুরকে সঞ্জয় দত্তের জায়গায় নেন সুভাষ ঘাই। সুভাষ ঘাই জানান, সেদিন সঞ্জয় দত্তের গ্রেফতারি ত্রিমূর্তিতে কাজ করার সুযোগ এনে দেয় অনিল কাপুরের জীবনে।
সিনেমাটি ১১৯৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ত্রিমূর্তি সিনেমাটির একটি রেকর্ড রয়েছে। এটিই ছিল ভারতের প্রথম এমন সিনেমা যা মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই ১ কোটি টাকার ওপর উপার্জন করেছিল।
সঞ্জয় দত্তের গ্রেফতারি সেই তারকাখচিত সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেয় অনিল কাপুরকে। প্রসঙ্গত পরিচালক মুকুল আনন্দের এটাই ছিল শেষ সম্পূর্ণ করা সিনেমা। এরপর ‘দশ’ নামে একটি সিনেমার শ্যুটিং চলাকালীনই তাঁর জীবনাবসান হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা