
একসময়ের ডাকসাইটে ফুটবলার। পরে ফুটবল কোচ হিসাবেও সমান সফল। বড় ক্লাবের কোচ হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করা ময়দানের বিখ্যাত মুখ সুভাষ ভৌমিককে সোমবার ৩ বছরের কারাদণ্ডের সাজা শোনাল সিবিআই আদালত। ২০০৫ সালে দেড় লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করেন সিবিআই আধিকারিকরা। তখন তিনি সেন্ট্রাল এক্সাইজে কর্মরত ছিলেন। সেই মামলা এতদিন ধরে চলে সিবিআই আদালতে। অবশেষে ২০১৮-তে এসে রায় দিল আদালত। সুভাষ ভৌমিককে দোষী সাব্যস্ত করে তাঁর ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
সাজা ঘোষণার পরই সুভাষ ভৌমিকের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করে চিঠি জমা দেন আদালতে। সেই আবেদন মঞ্জুর হয়ে যায়। ফলে কারাদণ্ড হলেও জামিনে মুক্তি পাচ্ছেন সুভাষ ভৌমিক। এদিন আদালত কক্ষে উপস্থিত ছিলেন সুভাষবাবু।

