National

নেতাজির নামে লালকেল্লায় মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

নেতাজির ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে লালকেল্লায় একটি মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এই মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। মিউজিয়ামে রয়েছে সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বহু তথ্য। তাঁর ব্যবহৃত কাঠের চেয়ার, তলোয়ার, ব্যাজ, ইউনিফর্ম, মেডেল সহ বিভিন্ন জিনিস। এছাড়া নেতাজির তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ সম্বন্ধে বিস্তারিত তথ্য সাজানো রয়েছে এই মিউজিয়ামে। নেতাজি সম্বন্ধে জানতে, স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদান সম্বন্ধে জানতে এই মিউজিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন মিউজিয়াম উদ্বোধন করার পর মিউজিয়ামটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এদিন আরও ২টি মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। ‘ইয়াদ-এ-জালিয়ান’ নামক একটি মিউজিয়াম তৈরি হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য নিয়ে। যা তুলে ধরবে জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের নির্মম হত্যালীলার ঘটনা। এই মিউজিয়ামে থাকছে প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধেও নানা তথ্য। যেখানে বহু ভারতীয় সৈনিক প্রাণ হারিয়েছিলেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk