Kolkata

নেতাজি জন্মজয়ন্তী পালন করল বামফ্রন্ট, বিজেপি

Published by
News Desk

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১ তম জন্মদিবস পালন করল বামফ্রন্ট। সুবোধ মল্লিক স্কোয়ারে এদিন সকালে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন সিপিএমের সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, আরএসপি-র ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের প্রবোধ পাণ্ডা, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় প্রমুখ বাম নেতারা। দিনটিকে তাঁরা দেশপ্রেম দিবস হিসাবে পালন করেন। এদিন সেই ব্যানার হাতেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করেন বাম নেতা কর্মীরা। পা মেলান বহু বাম কর্মী সমর্থক। মিছিল হাজির হয় মেয়ো রোডে নেতাজি মূর্তির পাদদেশে। সেখানেও নেতাজি মূর্তিতে মাল্যদান করা হয়।

বামেদের পাশাপাশি এদিন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে একটি বাইক মিছিল করে বিজেপি। বেলা ১০টার পর বালিগঞ্জ প্লেস থেকে বাইক মিছিল শুরু হয়। তারপর দক্ষিণ কলকাতার বেশ কিছু পথ অতিক্রম করে মিছিল শেষ হয় এলগিন রোডে নেতাজি ভবনের সামনে।

শ্যামবাজার পাঁচমাথার মোড়ের নেতাজি মূর্তির কথা কারও অজানা নয়। এদিন সকালে সেজে উঠেছিল সেই ঘোড়ায় চড়া নেতাজির মূর্তি। ফুলে ফুলে সাজানো হয়েছিল গোটা চত্বর। এখানেও একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকালেই নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts