Kolkata

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা হলে তা ভাল পদক্ষেপ হবে, জানালেন রাজ্যপাল

Published by
News Desk

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা নিয়ে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করে দেখবে। যদি ছুটি ঘোষণা হয়, তবে তা খুব ভাল পদক্ষেপ হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে রাজ্য সরকারের আর্জির পাশে এভাবেই এদিন দাঁড়ালেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।

নেতাজির জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে সুভাষচন্দ্র বসুকে। এদিন নেতাজি ভবনে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন কৃষ্ণা বসু, সুগত বসু, নেতাজির পরিবারের মানুষজন সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতাজি জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান রাজ্যপাল।

Share
Published by
News Desk

Recent Posts