National

নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্দির রয়েছে ভারতে, তবে বাংলায় নয়

নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার এমন এক বীর সন্তান যিনি বাঙালিদের চিরদিনের গর্ব হয়ে থাকবেন। সেই নেতাজির একটিমাত্র মন্দির রয়েছে। যেখানে প্রতিদিন পুজো হয়।

Published by
News Desk

ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন পড়েনা। অবশ্য নমস্য এই মানুষটিকে সম্মান জানিয়ে ২০২০ সালে তাঁর একটি মন্দির তৈরি হয়। কালো গ্রানাইট পাথরে তৈরি মূর্তি তৈরি হয় নেতাজির। সেই মূর্তিকে প্রতিদিন পুজো করা হয়।

ভক্তরা আসেন। পুজো দেখেন। মন্দির দেখেন। উদ্বুদ্ধ হন তাঁর আদর্শে, ভাবনায়। নেতাজি বাংলার বীর সন্তান হলেও তাঁর এই মন্দির কিন্তু বাংলায় নয়।

এ মন্দির তৈরি হয়েছে মন্দির নগরী কাশীতে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব শ্রীবাস্তব এই মন্দির স্থাপন করেন। এ মন্দিরে প্রতিদিন পুজো হয়। আরতি হয়। গাওয়া হয় ভারত মাতার গান।

বারাণসীর লমহি নামে জায়গায় সুভাষ ভবন চত্বরেই তৈরি করা হয় এই মন্দির। শুধু ভারত বলেই নয়, নেতাজির ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে।

তাঁরা কেউ বারাণসীতে এলে নেতাজিকেও দর্শন করে যান এই মন্দিরে। তাঁদের শ্রদ্ধা নিবেদন করে যান। মন্দিরের সিঁড়ির রং লাল। যার ওপর মূর্তি বসানো রয়েছে সেটি সাদা।

প্রসঙ্গত সুভাষ ভবন, যেখানে এই মন্দিরটি রয়েছে, সেখানে নেতাজি কেন্দ্রিক নানা আলোচনা সভার আয়োজন হয়। নেতাজি সম্বন্ধে নানা বৈঠক হয়।

নেতাজির প্রতি কাশীবাসীর গভীর শ্রদ্ধা ও ভালবাসা এই মন্দিরে প্রকাশ পায়। বিশ্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্দির এই একটিই রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts