Business

ভারতীয় শেয়ার বাজারে বড় ধাক্কা

Published by
News Desk

ফের ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। কর্পোরেট ট্যাক্সের হারে সুবিধার কথা অর্থমন্ত্রী ঘোষণা করার পর গত শুক্রবার যেভাবে ভারতীয় শেয়ার বাজারের উত্থান হয়েছিল তা এককথায় ছিল রূপকথার মত। কিন্তু সেই সুখ সইল না। ফের পতন শুরু হল শেয়ার বাজারে। বুধবার দিনের শেষে ৫০০ পয়েন্টের ওপর পড়ে গেল মুম্বই শেয়ার বাজার।

দিনের শেষে ৫০৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮ হাজার ৫৯৩ পয়েন্টে। অর্থাৎ ৩৯ হাজারি গণ্ডি থেকে পিছলে গেল মুম্বই শেয়ার সূচক। অন্যদিকে নিফটি-ও পড়ে গেছে। ১৪৮ পয়েন্ট পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। দিনের শেষে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪০ পয়েন্টে। ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার পতন এদিন প্রবল প্রভাব ফেলে সার্বিক পতনে।

গত ৪ বছরে এত খারাপ ফল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার করেনি যা এদিন করল। ব্লু চিপ সংস্থার শেয়ার এদিন ৭.৭ শতাংশ পড়ে যায়। যা ২০১৫ সালের পর আর হয়নি এসবিআইয়ের ক্ষেত্রে। মার্কিন মুলুকে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। যা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। এটা বিশ্ব জুড়েই লগ্নিকারীদের আতঙ্কের কারণ হয়েছে। যার প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Stock Market

Recent Posts