ফাইল : বাজারের পতনে হতাশ শেয়ার কারবারিরা, ছবি - আইএএনএস
শেয়ার বাজারের দিন ভাল যাচ্ছেনা। কয়েকদিন ধরেই পড়ছে বাজার। ৩৮ হাজারি বাজার পড়তে পড়তে এখন ৩৩ হাজারে ঢোকার অপেক্ষায়। সেই চুঁইয়ে হওয়া রক্তপাত বৃহস্পতিবার যেন গলগল করে বেরিয়ে এল। এদিন মুম্বই শেয়ার বাজার খোলার পরই তা পড়তে শুরু করে। এত দ্রুত পতনে আতঙ্কিত হয়ে পড়েন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজন। দিনের একটা সময় ১ হাজারের ওপর পড়ে যায় সেনসেক্স। মাত্র ১ দিনে ১ হাজার পয়েন্ট পতন! আতঙ্ক পেয়ে বসে সকলকে। একটা আতঙ্কের দিন কাটিয়ে বাজার বন্ধ হয় ৭৫৯ পয়েন্ট পড়ে। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছিল ৩৪ হাজার ১ পয়েন্টে। মাত্র ১ পয়েন্টের জন্য এদিন ৩৩ হাজারে পৌঁছয়নি সেনসেক্স। একই অবস্থা নিফটিরও। ২২৫ পয়েন্ট পড়ে নিফটি বন্ধ হয় ১০ হাজার ২৩৫ পয়েন্টে।
বিশ্বজুড়েই এদিন শেয়ার বিক্রির ধুম। ফলে ক্রমশ পড়ছে বাজার। যার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। বিশ্ব বাজারে বাণিজ্যক্ষেত্রে চাপ বাড়ছে। বিশ্ব জুড়েই বৃদ্ধির হার মন্থর হওয়ার পূর্বাভাস সেই চাপে অনুঘটকের কাজ করেছে। ফলে বিশ্ব জুড়েই শেয়ার বাজারগুলিতে এখন শেয়ার বিক্রির ধুম পড়েছে। ফলে বাজার পড়ছে। যার প্রভাবে বৃহস্পতিবার একটা কালো দিন কাটাতে হল ভারতীয় শেয়ার বাজারকে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…