Business

শেয়ার বাজারে ধস, ১ হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স

Published by
News Desk

শেয়ার বাজারের দিন ভাল যাচ্ছেনা। কয়েকদিন ধরেই পড়ছে বাজার। ৩৮ হাজারি বাজার পড়তে পড়তে এখন ৩৩ হাজারে ঢোকার অপেক্ষায়। সেই চুঁইয়ে হওয়া রক্তপাত বৃহস্পতিবার যেন গলগল করে বেরিয়ে এল। এদিন মুম্বই শেয়ার বাজার খোলার পরই তা পড়তে শুরু করে। এত দ্রুত পতনে আতঙ্কিত হয়ে পড়েন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজন। দিনের একটা সময় ১ হাজারের ওপর পড়ে যায় সেনসেক্স। মাত্র ১ দিনে ১ হাজার পয়েন্ট পতন! আতঙ্ক পেয়ে বসে সকলকে। একটা আতঙ্কের দিন কাটিয়ে বাজার বন্ধ হয় ৭৫৯ পয়েন্ট পড়ে। বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছিল ৩৪ হাজার ১ পয়েন্টে। মাত্র ১ পয়েন্টের জন্য এদিন ৩৩ হাজারে পৌঁছয়নি সেনসেক্স। একই অবস্থা নিফটিরও। ২২৫ পয়েন্ট পড়ে নিফটি বন্ধ হয় ১০ হাজার ২৩৫ পয়েন্টে।

বিশ্বজুড়েই এদিন শেয়ার বিক্রির ধুম। ফলে ক্রমশ পড়ছে বাজার। যার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। বিশ্ব বাজারে বাণিজ্যক্ষেত্রে চাপ বাড়ছে। বিশ্ব জুড়েই বৃদ্ধির হার মন্থর হওয়ার পূর্বাভাস সেই চাপে অনুঘটকের কাজ করেছে। ফলে বিশ্ব জুড়েই শেয়ার বাজারগুলিতে এখন শেয়ার বিক্রির ধুম পড়েছে। ফলে বাজার পড়ছে। যার প্রভাবে বৃহস্পতিবার একটা কালো দিন কাটাতে হল ভারতীয় শেয়ার বাজারকে।

Share
Published by
News Desk
Tags: Stock Market

Recent Posts