Sports

বিরাটকে খাটো করলেন পাক ক্রিকেটার, কী বললেন স্টিভ স্মিথ

Published by
News Desk

বর্তমানে ক্রিকেট দুনিয়ায় যদি বিরাট কোহলি সেরা ব্যাটসম্যান হন, তাহলে অন্য সেরা ব্যাটসম্যানের নাম অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আইসিসি তালিকায় ক্রিকেটের ৩ ফরম্যাটের কোনওটিতে কখনও বিরাট ১ নম্বরে যান তো কখনও স্মিথ। সেই স্টিভ স্মিথ ভাল লড়াই দিলেও তাঁর দল বিরাটদের কাছে একদিনের সিরিজ হেরেছে সবে। তারপরই এবার বিরাট কোহলিকে নিয়ে সরাসরি মন্তব্যে গেলেন স্মিথ।

স্মিথ বলেছেন, বিরাট কোহলি একজন অসামান্য খেলোয়াড়। ক্রিকেটের ৩টি ফরম্যাটেই বিরাট সমান স্বচ্ছন্দ। স্মিথ বিশ্বাস করেন বিরাট এখনও অনেক রেকর্ড ভাঙবেন। ইতিমধ্যেই বিরাট অনেক ক্রিকেট রেকর্ড ভেঙে দিয়েছেন। স্মিথ মনে করছেন আরও অনেক রেকর্ড গড়বেন বিরাট। কারণ তাঁর রানের খিদে রয়েছে। আর সেই রানের খিদে মেটাতে বিরাট কখনও থেমে যান না।

ফাইল : স্টিভ স্মিথ, ছবি – আইএএনএস

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক বিরাটকে দারুণ খেলোয়াড় বলেও দাবি করেছেন বিসিসিআই বিরাটের পিছনে না থাকলে তিনি এতটা সাফল্য পেতেন না। অন্যদিকে রাজ্জাকের আরও দাবি পাকিস্তানে বিরাটকে ছাপিয়ে যাওয়ার মত অনেক খেলোয়াড় রয়েছেন। কিন্তু তাঁরা পারছেন না কারণ তাঁদের পিছনে পাকিস্তানের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নেই। যদিও রাজ্জাকের মত বিরাটের সাফল্যকে কোথাও গিয়ে এতটুকু খাটো করার চেষ্টা করেননি স্মিথ। বরং সমসাময়িক হয়েও বিরাটের প্রশংসা পঞ্চমুখে করেছেন তিনি। একজন সেরা খেলোয়াড়ই অন্য সেরা খেলোয়াড়ের সম্বন্ধে এমন প্রশংসনীয় মন্তব্য করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts